Advertisement
Advertisement

Breaking News

বাজপেয়ীর কবিতা

‘আও, ফির সে দিয়া জালায়ে’, বাজপেয়ীর কবিতা টুইট করে উদ্বুদ্ধ করলেন প্রধানমন্ত্রী

করোনা মোকাবিলায় দেশবাসীকে একজোট হওয়ার বার্তা মোদির।

PM Modi tweets video of Vajpayee's poetry, says aao diya jalaein
Published by: Subhamay Mandal
  • Posted:April 4, 2020 2:11 pm
  • Updated:April 4, 2020 2:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার সকালে দেশবাসীর উদ্দেশে ভাষণে করোনা মোকাবিলায় আত্মশক্তি জাগরণের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছিলেন, করোনার বিরুদ্ধে অসম যুদ্ধে সমস্ত দেশবাসী একজোট তা প্রমাণ করার সময় এসেছে। সেজন্য তিনি দেশবাসীর কাছে আগামী রবিবার, ৫ এপ্রিল রাত ৯টা নাগাদ নয় মিনিট চেয়েছেন। ১৩০ কোটি দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর আহ্বান, ওই ৯ মিনিট প্রত্যেকে বাড়ির আলো নিভিয়ে ব্যালকনি বা দরজার সামনে প্রদীপ, মোমবাতি বা মোবাইলের ফ্ল্যাশলাইট, টর্চ জ্বালিয়ে করোনা যুদ্ধে একতা দেখান। শনিবার সেই প্রসঙ্গে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটি কবিতা টুইট করেন মোদি। টুইট করে লিখেছেন, ‘আসুন প্রদীপ জ্বালাই’।

বাজপেয়ীর বিখ্যাত কবিতা আবৃত্তির ভিডিও টুইট করেছেন প্রধানমন্ত্রী। সেই কবিতাটি হল, ‘আও, ফির সে দিয়া জালায়ে’। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, আসুন ফের একবার প্রদীপ জ্বালাই। করোনা মোকাবিলায় ভারতের একতা বৃদ্ধির জন্য দেশবাসীকে উদ্বুদ্ধ করতেই প্রয়াত বাজপেয়ীর পুরনো সেই কবিতার ভিডিও টুইট করেছেন নরেন্দ্র মোদি। অনেক বছর আগে এই কবিতাটি আবৃত্তি করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। কঠিন সময়ে দেশবাসীকে একত্রিত রাখাই করোনা মোকাবিলার অন্যতম পথ বলে মনে করেন প্রধানমন্ত্রী। আতঙ্কের মধ্যে দেশবাসীর মনোবল চাঙ্গা রাখতে এর আগে জনতা কারফিউয়ের মধ্যে করোনা যোদ্ধাদের কুর্নিশ জানাতে করতালি, থালা, কাঁসর-ঘণ্টা বাজানোর ডাক দিয়েছিলেন। এবার প্রদীপ, মোমবাতি জ্বালিয়ে ফের একবার দেশবাসীর মনোবল বৃদ্ধির পথ দেখিয়েছেন মোদি।

Advertisement

[আরও পড়ুন: ‘করোনার বিরুদ্ধে লড়াইকে সাম্প্রদায়িক রূপ দেবেন না’, দলের নেতাদের হুঁশিয়ারি নাড্ডার]

‘আমরা এক, একা নই’, এই বার্তা দিতেই দেশবাসীকে আগামী রবিবার রাত ৯টায় নয় মিনিটের জন্য আশার আলো জ্বালানোর আবেদন করেছেন। যদিও বিরোধীরা সংকটময় পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই আবেদনকে গিমিক বলছেন। যেখানে দেশে পর্যাপ্ত রসদ, অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাব রয়েছে সেখানে প্রধানমন্ত্রীর আবেদনক দিশাহীন বলেছেন বিরোধী নেতারা। তবে প্রধানমন্ত্রীর আবেদন প্রসঙ্গে রাজনীতির ধার ধারেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরং তিনি বলেছেন, কে আবেদন শুনবে সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। এটা রাজনীতি করার সময় নয়। করোনা মোকাবিলায় অনেক লড়াই রয়েছে সামনে।

[আরও পড়ুন: ‘লকডাউনে জরুরি পরিষেবার মতোই খুলতে হবে মদের দোকান’, আজব দাবি বিজেপি নেতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement