Advertisement
Advertisement

Breaking News

জাল্লিকাট্টুর প্রতি সমর্থন দেখালেন প্রধানমন্ত্রী

এবার জাল্লিকাট্টুর সমর্থনে এগিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

PM Modi tweets supporting Jallikattu
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 21, 2017 2:49 pm
  • Updated:January 21, 2017 2:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার জাল্লিকাট্টুর সমর্থনে এগিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শনিবার টুইট করে তিনি বলেন, তালিনাড়ুর এই সমৃদ্ধশালী সংস্কৃতি নিয়ে আমরা গর্বিত। তামিল সম্প্রদায়ের এই সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। তামিলনাড়ুর এই ঐতিহ্যবাহী উৎসব ফিরিয়ে আনতে যে অর্ডিন্যান্স জারি করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে, গতকাল তাতে সম্মতি দিয়েছিল কেন্দ্র।

রাজ্যের প্রাচীন এবং ঐতিহ্যবাহী এই খেলা ফিরিয়ে আনতে গত কয়েকদিন ধরেই আন্দোলন চলছিল তামিলনাড়ুতে। এই রীতি বজায় রাখার পক্ষে জোরাল সওয়াল করেছিলেন তামিলনাড়ুর সাধারণ মানুষ। গত চারদিন ধরে চেন্নাইয়ের মেরিনা বিচের সামনে হাজার হাজার মানুষ ভিড় করেছিলেন। জাল্লিকাট্টু ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করেছিলেন। শুক্রবার মধ্যরাতে কেন্দ্রের এই পার্বণে সম্মতি দেওয়ার পরই খুশিতে ফেটে পড়েন মেরিনা বিচে উপস্থিত জনতা। একে অপরকে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নিজেদের আন্দোলনের সফলতা ব্যক্ত করেন।

প্রসঙ্গত, শনিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পন্নিরসেলভমের জারি করা অর্ডিন্যান্স যাচ্ছে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে। তিনি আনুষ্ঠানিক অনুমোদন দিলেই জাল্লিকাট্টু নিয়ে আর কোনও বাধা থাকবে না। যদিও অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি আগেই বলেছিলেন, বিষয়টি নিয়ে তামিলনাড়ু সরকার চাইলে সিদ্ধান্ত নিতে পারে। সরকারের সিদ্ধান্তে রাষ্ট্রপতি সিলমোহর দিলে তবেই আর কোনও বাধা থাকবে না।

যদিও বন্যপ্রাণী সুরক্ষা সংস্থা পেটা (PETA) এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানাবে বলে জানা গিয়েছে।

জাল্লিকাট্টুর পক্ষে অর্ডিন্যান্স জারি তামিলনাড়ুতে, সম্মতি মিলল কেন্দ্রের

জাল্লিকাট্টু নিয়ে মোদির দ্বারস্থ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী

জাল্লিকাট্টু বিবাদে রায় স্থগিত রাখল সুপ্রিম কোর্ট

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement