Advertisement
Advertisement

Breaking News

PM Narendra Modi

Morbi Bridge Collapse: ‘এমন যন্ত্রণা আগে কখনও পাইনি’, সেতু বিপর্যয়ের পর চোখে জল মোদির

মঙ্গলবার মোরবির দুর্ঘটনাস্থলে যাবেন প্রধানমন্ত্রী।

PM Modi turns emotional recalling Gujarat bridge collapse with teary eyes | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 31, 2022 9:49 pm
  • Updated:October 31, 2022 10:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছটপুজোর আনন্দ নিমেষেই পরিণত হয়েছিল বিষাদে। রবিবার রাতে গুজরাটের (Gujarat) মোরবিতে কেবল ব্রিজ ভেঙে পড়ে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আরও কত মানুষের দেহ যে মচ্ছু নদীর জলের অতলে তলিয়ে গিয়েছে, হদিশ নেই। এ বছর দেশের অন্যতম বড় বিপর্যয়ের তালিকায় অবশ্যই থাকবে মোরবির সেতু বিপর্যয়ের (Morbi Bridge Collapse) ঘটনা। আর এমন মর্মান্তিক দুর্ঘটনার কথা শুনে আর নিজের আবেগ সামলে রাখতে পারলেন না প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। এই মুহূর্তে গুজরাটেই রয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার বনসকণ্ঠায় উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে অশ্রুসজল হয়ে পড়েন তিনি। বললেন, ‘এত যন্ত্রণা আগে কখনও পাইনি।’

রবিবার ছটপুজোর  (Chhath Puja) ভিড়ের চাপে মোরবিতে কেবল ব্রিজ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। একে একে ১৪১ জনের দেহ উদ্ধার হয়েছে। ভোটমুখী গুজরাটে একাধিক প্রকল্পের উদ্বোধনে তিনদিনের জন্য সে রাজ্যেই রয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর সফরে এমন এক দুর্ঘটনায় স্বভাবতই তাঁকে একটু বেশি ধাক্কা দিয়েছে। সোমবার সকাল থেকে তিনি ব্যথিত হৃদয়ে কর্তব্য করে গিয়েছেন। তবে সন্ধেবেলা বনসকণ্ঠায় গিয়ে আর সামলাতে পারেননি নিজেকে। চোখে জল নিয়ে কান্নাভেজা গলায় বললেন, ”জীবনে এতটা যন্ত্রণা খুব কম পেয়েছি। এই ঘটনা আমাকে এত ধাক্কা দিয়েছে যে আমি নিজের কর্তব্য নিয়ে দ্বিধান্বিত হয়ে পড়েছিলাম। ভাবছিলাম, কোথায় যাব, কী করব? কিন্তু আপনাদের ভালবাসায় আমি আবার নিজের কর্তব্য ঠিক করে ফেললাম। “

Advertisement

[আরও পড়ুন: ল্যাপটপ চুরির পর ই-মেল করে ক্ষমা চেয়ে দরকারি নথি ফেরাল চোর! সহৃদয়তা দেখে মুগ্ধ মালিক]  

এদিন জাতীয় একতা দিবসের মঞ্চ থেকে মোদি বলেছেন, “আমি একতা নগরে রয়েছি ঠিকই, কিন্তু আমার মন পড়ে রয়েছে মোরবিতে। ভয়াবহ দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের সঙ্গে রয়েছে আমার মন। জীবনে খুব কম সময় এতটা কষ্ট পেয়েছি আমি। কিন্তু একদিকে আমার ব্যথিত হৃদয়, অন্যদিকে রয়েছে আমার কর্তব্য। কাল থেকেই জোর কদমে উদ্ধারকাজ শুরু করেছে গুজরাট সরকার। এই কঠিন সময়ে রাজ্য সরকারকে সমস্ত রকম ভাবে সাহায্য করবে কেন্দ্র। যাঁরা স্বজন হারিয়েছেন, তাঁদের সঙ্গে সমব্যথী আমি। সান্ত্বনা দেওয়ার ভাষা নেই।”  

[আরও পড়ুন: ‘মাছ গেঁথেছি বঁড়শিতে’, বড়সড় চিতল মাছ ধরে তাক লাগালেন শেখ হাসিনা!]

সোমবার বনসকণ্ঠায়(BanasKantha) চেক ড্যাম, ক্যানাল, জল সরবরাহের পাইপলাইন-সহ মোট ৮০০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রাতের দিকে উচ্চপর্যায়ের একটি বৈঠকও করেন মোরবি বিপর্যয় নিয়ে। কীভাবে উদ্ধারকাজ হচ্ছে, আরও কী কী সাহায্য প্রয়োজন, সরকারি আধিকারিকদের থেকে তার বিস্তারিত খবরাখবর নেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী যাবেন মোরবিতে, সেতু দুর্ঘটনাস্থলে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement