Advertisement
Advertisement

Breaking News

PM Modi

কপালে সাঁটা কয়েন! শিশুদের সঙ্গে খেলায় মাতলেন প্রধানমন্ত্রী মোদি

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিওটি।

PM Modi tries coin trick during interaction with children। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:November 16, 2023 8:56 pm
  • Updated:November 16, 2023 8:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশুদের সঙ্গে খেলায় মেতে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে নিজেই সেই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করলেন তিনি। ক্যাপশনে লিখলেন, ‘আমার ছোট্ট বন্ধুদের সঙ্গে কিছু স্মরণীয় মুহূর্ত।’

ভিডিওয় প্রধানমন্ত্রীর সঙ্গে দুজন শিশুকে দেখা গিয়েছে। তাদের একটি পয়সার ট্রিক শেখাচ্ছিলেন মোদি। তাঁকে দেখা গিয়েছে কপালে একটি কয়েন বসাতে। তার পর তা কপালে চেপে বসলে মাথার পিছনে সামান্য ধাক্কা দিয়ে সেটিকে খসিয়ে হাতে নিতে। এর পর ওই দুই শিশুকেও একই কাণ্ড করতে বলেন তিনি। তাঁকে দেখা যায় তাদের সঙ্গে খেলায় মেতে উঠতে। পরে বিজেপির তরফেও সেটি শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা হয়, ‘মোদিজি শিশুদের সঙ্গে মিশে শিশু হয়ে উঠলেন।’

Advertisement

[আরও পড়ুন: ১৬ দিন গলায় আটকে ভেটকির তিন ইঞ্চি কাঁটা! রাজ্যের সরকারি হাসপাতালে ‘পুনর্জন্ম’ মহিলার]

ভিডিওটি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এক নেটিজেন লিখছেন, ‘উনি সকলের সঙ্গে সমানে মিশতে পারেন। বয়স সেখানে বাধা হয়ে ওঠে না। শিশুদের সঙ্গে শিশু, বয়স্কদের সঙ্গে বয়স্ক হিসেবে মিশতে জানেন।’ প্রসঙ্গত, শিশুরা এর পর মোদিকে কবিতা ও গান গেয়ে শোনায়। তাদের দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহও দিতে দেখা যায় মোদিকে। এর আগেও বহুবার শিশুদের সঙ্গে মিশতে ও তাদের সঙ্গে খেলায় মেতে উঠতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে।

[আরও পড়ুন: বিদ্যুৎ-মুক্ত বিশ্বভারতী থেকে সরছে বিতর্কিত ফলক, ‘পিছু হটল’ কেন্দ্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement