Advertisement
Advertisement

Breaking News

Dev Deepawali

এবার বারাণসীর দেব দীপাবলিতেও রেকর্ড গড়ার পথে যোগীরাজ্য, সাক্ষী থাকবেন খোদ মোদি

এই প্রথম দেব দীপাবলির এই অনুষ্ঠান লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করা হবে।

PM Modi to watch Dev Deepawali celebration live from Varanasi
Published by: Subhajit Mandal
  • Posted:November 13, 2024 9:29 pm
  • Updated:November 13, 2024 9:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলির অযোধ্যার পর এবার বারাণসীর দেব দীপাবলিতেও রেকর্ড গড়ার পথে যোগীরাজ্য। সব ঠিক থাকলে আগামী শুক্রবার বারাণসীর সমস্ত ঘাট, জলাশয় এবং বিশ্বনাথ মন্দির সাজানো হবে প্রদীপের আলোয়। সব মিলিয়ে বারাণসীতে সেদিন ১৭ লক্ষ প্রদীপ জ্বলবে। যা কিনা রেকর্ড। আর এই রেকর্ডের সাক্ষী থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পুরাণ অনুযায়ী দীপাবলির ১৫ দিন পর কার্তিক মাসের পূর্ণিমায় পালিত হয় দেব দীপাবলি। ত্রিপুরাসুরকে যুদ্ধে পরাজিত করেন শিব। গত কয়েক বছর এই দিনটিকে মহাসমারোহে পালন করা হচ্ছে কাশীতে। এবার অযোধ্যায় দীপাবলি পালনে রেকর্ড হয়েছে। দেব দীপাবলিতেও রেকর্ড গড়ার পথে যোগী রাজ্য। ১৭ লক্ষ প্রদীপ জ্বালানোর পাশাপাশি বিশেষ লেজার শো-এরও আয়োজন হবে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নমো ঘাটে উপস্থিত থাকবেন।

Advertisement

এই প্রথম দেব দীপাবলির এই অনুষ্ঠান লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করা হবে। যা সরাসরি দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তাঁর অফিস এবং বাড়িতে সেটার ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়াও বিশ্বের ৪০টি দেশের অতিথিরা আসবেন দেব দীপাবলিতে। লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে ওই সেলিব্রেশনের মুহূর্ত। দেব দীপাবলির দিন পুরো বারাণসীকে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। ওই সময়ের মধ্যে বারাণসী বিমানবন্দরে কোনও বিমান ওঠানামা করবে না।

এর আগে দীপাবলিতে সরযূ নদীর তীরে ২৫ লাখ প্রদীপ জ্বালিয়ে, নিজেদেরই গত বছরের পুরনো রেকর্ড (২১ লাখ) ভেঙেছে অযোধ্যা প্রশাসন। এবার ২৫ লক্ষ ১২ হাজার ৫৮৫ প্রদীপ জ্বলেছে রামলালার শহরে। একসঙ্গে সরযূ নদীর তীরে আরতি করেন ১ হাজার ১২১ জন। সেই তালিকায় শামিল হন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। উত্তরপ্রদেশ সরকার ও রাম মন্দির ট্রাস্টের যৌথ উদ্যোগে এদিন ফের গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলে অযোধ্যা। বারাণসীতেও একই রকম উদ্যোগ নেওয়া হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement