Advertisement
Advertisement
Ram Temple

প্রধানমন্ত্রীর হাতেই রাম মন্দির নির্মাণের সূচনা, আমন্ত্রিত সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা

সামাজিক দূরত্বের কথা মাথায় রেখেই ২০০ জনকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

PM Modi to lay foundation stone of Ram Temple on August 5
Published by: Paramita Paul
  • Posted:July 22, 2020 7:20 pm
  • Updated:July 22, 2020 7:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বুধবার এমনটাই জানালেন রাম মন্দির (Ram Mandir) ট্রাস্টের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরি। আগামী ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের (Ram Mandir) ভিতপুজো। অনুষ্ঠানে হাজির থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে  আগেই আমন্ত্রণ জানানো হয়েছে। সেই অনুষ্ঠানে আসার জন্য সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ করা হবে বলে জানালেন রাম মন্দির (Ram Mandir) ট্রাস্টের কোষাধ্যক্ষ। তবে ওইদিন নরেন্দ্র মোদি অযোধ্যায় যাবেন কি না, সে সম্পর্কে প্রধানমন্ত্রীর অফিস এখনও কিছু জানায়নি। 

গত বছর সুপ্রিম কোর্টের রায়দানের পরই মন্দির তৈরির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। রামের বিগ্রহ গোটা দেশ ঘোরানো হয়েছে। সারা দেশ থেকে ভক্তরা ভিত গাঁথার ইঁট পাঠিয়েছেন। কুম্ভমেলায় সাধুদের অনুমতিও নেওয়া হয়েছে। এরপরই ৫ আগস্ট দুপুর সোয়া বারোটাই ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনক্ষণ ঠিক হয়েছে। তিনদিন ধরে চলবে রীতি-রেওয়াজ। জমকালো ব্যবস্থা করা হয়েছে। তবে করোনা আবহে মাত্র ২০০ জন অনুষ্ঠানে উপস্থিতি থাকতে পারবেন বলে জানানো হয়েছে। তাঁদের মধ্যে ১৫০ জনই আমন্ত্রিত। একদিকে যেমন প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভিতপুজোয় হাজির থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে. তেমনই বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানী, মুরলী মনোহর যোশী, উমা ভারতী ও বিনয় কাটিয়ারদেরও আমন্ত্রণ জানানো হবে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ভূমি পুজোয় হাজির থাকতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, আরএসএস প্রধান মোহন ভাগবতও। 

Advertisement

[আরও পড়ুন : কোথায় আর্থিক সংকট? ৪০ কেজি রুপোর পাত দিয়ে তৈরি হবে রাম মন্দিরের ভিত]

অনুষ্ঠান প্রসঙ্গে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরি জানান, “ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে রামলালা ও হনুমান মন্দিরে হনুমানজির পুজো করবেন তিনি। গোটা অনুষ্ঠানে সামাজিক দূরত্বের কথা মাথায় রেখেই ২০০ জনকে আমন্ত্রণ জানানো হচ্ছে।” প্রসঙ্গত, ৪০ কেজির রুপোর পাত দিয়ে মন্দিরের ভিত তৈরি হবে বলে আগেই জানানো হয়েছিল। করোনা আবহে এই অনুষ্ঠান নিয়ে অবশ্য আগেই কটাক্ষ করেছেন বিরোধীরা।

[আরও পড়ুন : জমি বিবাদের জের, ভারতীয় জওয়ানের বাবাকে খুন, অন্তঃসত্ত্বা স্ত্রীকে বেধড়ক মার দুষ্কৃতীদের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement