সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাভারকর বনাম মনমোহন। দিল্লির ভোটের আগে নয়া বিতর্ক তৈরি করে ফেলল কংগ্রেস এবং বিজেপি। দিল্লির এক কলেজ উদ্বোধন ঘিরে বিতর্কের সূত্রপাত।
শুক্রবার দিল্লির নজফগড়ের কাছে নতুন একটি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই কলেজটি তৈরিতে খরচ হওয়ার কথা ১৪০ কোটি টাকা ব্যয়ে। ২০২১ সাল নাগাদ এই কলেজ নির্মাণের সিদ্ধান্ত নেয় দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল। বিতর্কটা শুরু হয় ওই কলেজটির নাম বীর সাভারকরের নামে করার সিদ্ধান্ত নিতেই। দিল্লির বুকে সাভারকরের নামে কলেজ তৈরিতে তীব্র আপত্তি কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআইয়ের। তাঁদের দাবি যদি কারও নামে কলেজ খুলতেই হয়, তাহলে সেটা খোলা হোক প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নামে।
ইতিমধ্যেই এনএসইউআইয়ের তরফে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ওই কলেজের নাম মনমোহনের নামে করার দাবি জানানো হয়েছে। কংগ্রেসের দুই সাংসদও এই একই দাবি তুলেছেন। বিজেপি অবশ্য তাতে পাত্তা দিতে নারাজ। কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ওই কলেজ তৈরি হলে সেটা হবে সাভারকরের নামেই। মনমোহনের নামে নয়।
আসলে প্রয়াণের পর থেকেই দিল্লির রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন মনমোহন। দিল্লি বিধানসভা ভোটে শিখ ভোট ঝুলিতে টানতে কংগ্রেস-বিজেপি-আপ তিন শিবিরই মনমোহন আবেগকে কাজে লাগাতে চাইছে। কিন্তু এক্ষেত্রে বিজেপি নিজেদের আদর্শচ্যুত নারাজ। গেরুয়া শিবিরের তরফে বলা হচ্ছে, সভারকরের নামে কলেজ করতে আপত্তি জানিয়ে কংগ্রেস আসলে দেশের মহান বিপ্লবীকে অপমান করছে। এভাবে মহান ব্যক্তিত্বদের অপমান কংগ্রেসের স্বভাবসিদ্ধ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.