Advertisement
Advertisement
PM Modi

সন্ত্রাসবাদের বিরুদ্ধে উন্নয়নই অস্ত্র! আজই কাশ্মীরে ১৫০০ কোটির প্রকল্প ঘোষণা মোদির

বৃহস্পতিবার কাশ্মীর সফরে ৮৪টি গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণা করবেন মোদি।

PM Modi to Inaugurate 84 development projects in Jammu and Kashmir
Published by: Kishore Ghosh
  • Posted:June 20, 2024 8:58 am
  • Updated:June 20, 2024 5:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিভাজনের রাজনীতি নয়, একমাত্র উন্নয়নই পারে ভূস্বর্গের সন্ত্রাসবাদকে খতম করতে। এই দর্শনের বাস্তবায়নে বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আনুষ্ঠানিক ভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ৮৪টি গুরুত্বপূর্ণ প্রকল্পের। ওই প্রকল্পগুলির জন্য খরচ হবে ১৫০০ কোটি টাকা।

PMO সূত্রে জানা গিয়েছে, কাশ্মীরে সড়ক, জল সরবরাহ, উচ্চশিক্ষা ক্ষেত্রে উন্নয়নে বিপুল অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র। বিশেষ ভাবে চেন্নানি-পাটনিটপ-নাশরির উন্নয়নে জোর দেওয়া হয়েছে। একদিকে যেমন শিল্প তৈরিতে উৎসাহ দেওয়া হবে, পাশাপাশি ছয়টি সরকারি কলেজ গড়ে তোলা হবে। পরিকাঠামো উন্নয়নের সঙ্গেই যুব সমাজের পাশে থাকারও বার্তা দিতে চায় বিজেপি সরকার।

Advertisement

 

[আরও পড়ুন: ভোটে ধাক্কার পরেই ‘অন্নদাতা’দের কল্যাণ মোদির! ১৪ শস্যের MSP বাড়াল কেন্দ্র

প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রে খবর, ১৫০০ কোটি টাকার পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের বাইরে কৃষি এবং সহযোগী ক্ষেত্রে আরও ১৮০০ কোটি ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে উপকৃত হবেন উপত্যকার ২০টি জেলার ৯০ ব্লকের ১৫ লক্ষ নাগরিক। এদিন শ্রীনগরের শের-এ-কাশ্মীর আন্তর্জাতিক সভাকক্ষে ‘যুব সমাজের ক্ষমতায়ন, জম্মু ও কাশ্মীরের পরিবর্তন’ শীর্ষক আলোচনাসভায় অংশ নেবেন মোদি। এর পর ২০০০ জন যুবাকে সরকারি চাকরির নিয়োগপত্র বিলি করবেন। সব মিলিয়ে ভূস্বর্গের মন পেতে উন্নয়নেই জোর দিচ্ছে মোদি ৩.০। 

 

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রী থেকে বিরোধী দলনেতা, আড়াই দশক পর ওড়িশায় ‘কুরসি বদল’ নবীন পট্টনায়েকের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement