Advertisement
Advertisement
Modi

দেশে উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন, পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী মোদি

ওমিক্রন আতঙ্কে দিল্লিতে নিষিদ্ধ হল ক্রিসমাস ও নতুন বছরের জমায়েত।

PM Modi to hold Covid-19 review meeting on Thursday | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 22, 2021 7:42 pm
  • Updated:December 22, 2021 8:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্বেই উদ্বেগ বাড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ (Omicron)। ভারতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। বর্তমানে দেশে ওমিক্রনে সংক্রমিত ২১৩ জন। এই পরিস্থতিতে মঙ্গলবারই কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে। এবার জরুরি বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সরকারি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করবেন তিনি। এদিকে, ওমিক্রন সংক্রমণ রুখত রাজধানী দিল্লিতে বড়দিন (Christmas) এবং নতুন বছরের (New Year) জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

[আরও পড়ুন: টিকাকরণের শংসাপত্র ছাড়া বেতন নয় সরকারি কর্মীদের, ওমিক্রন আতঙ্কে বড় ঘোষণা পাঞ্জাবের]

সূত্রের খবর, আগামিকালের বৈঠকে দেশে করোনা ও ওমিক্রনের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিয়ে আলোচনা হতে পারে। স্বাস্থ্য পরিকাঠামো কী অবস্থায় আছে, পর্যাপ্ত ওষুধ, অক্সিজেন ও ভেন্টিলেটর মজুত রয়েছে কিনা, সমস্ত বিষয়ে খতিয়ান নিতে পারেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নতুন স্ট্রেনের সংক্রমণ রুখতে কী কী সতর্কতা অবলম্বন করা যেতে পারে, তা নিয়েও আলোচনা হতে পারে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী, সচিব সহ বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাদের।

Advertisement

এদিকে বড়দিন (Christmas) এবং নতুন বছর উদযাপনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি হল রাজধানী দিল্লিতে। বুধবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে দিল্লির বিপর্যয় মোকাবিলা দফতর। বিবৃতিতে জানানো হয়েছে, বড়দিনের উৎসব এবং নতুন বছর উদযাপনে কোনও জমায়েত, সাংস্কৃতিক উৎসব করা যাবে না। এই নির্দেশ কার্যকর করবে সব জেলা শাসক, ডেপুটি পুলিশ কমিশনাররা।

[আরও পড়ুন: ভাইরাল লোড ৩০-এর নিচে থাকলেই জিনোম সিকোয়েন্সিং, সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্যদপ্তরের

উল্লেখ্য, রাজধানী দিল্লিতেই সবচেয়ে বেশি ৫৭ জন করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্ণাটক, রাজস্থান, কেরলেও অবস্থা উদ্বেগজনক।এদিকে বুধবার দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩১৭ জন।

প্রসঙ্গত, চলতি মাসেই বিশ্বে প্রথম ওমিক্রন আক্রান্তের মৃত্যুর খবর শিরোনামে উঠে আসে। খোদ ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson) জানিয়েছিলেন, ইংল্যান্ডই প্রথম ওমিক্রনে মৃত্যুর সাক্ষী হয়। সে দেশেও বর্তমানে রীতিমতো চোখ রাঙাচ্ছে এই স্ট্রেন। ফলে বড়দিনের উৎসবেও বিস্তর কাটছাঁট করা হয়েছে। যে কোনওরকম জমায়েতে জারি হয়েছে নিষেধাজ্ঞা। উৎসবের মরশুমে করোনার এহেন রূপ দেখে রীতিমতো আশঙ্কায় ভুগছেন বিশেষজ্ঞরা।

[আরও পড়ুন: দিনেদুপুরে তরুণীকে অপহরণের চেষ্টা অটো চালকের, বাঁচতে লাফ চলন্ত অটো থেকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement