প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সফলভাবে জি-২০ (G20) সম্মেলন আয়োজন করেছে ভারত। কঠোর পরিশ্রম করে সম্মেলনের নিরাপত্তা বজায় রেখেছে দিল্লি পুলিশ (Delhi Police)। তাঁদের কাজের সম্মান জানিয়ে বিশেষ নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই দিল্লি পুলিশের ৪৫০ কর্মীর সঙ্গে নৈশভোজ সারবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই নৈশভোজের জন্য অতিথি তালিকাও তৈরি হয়ে গিয়েছে। জি-২০ সম্মেলনের জন্য তৈরি করা ভারত মণ্ডপমেই এই নৈশভোজের আয়োজন করা হবে।
জি-২০ সম্মেলন শুরুর বেশ কয়েকদিন আগে থেকেই নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা দিল্লি (Delhi) শহর। সীমান্ত বন্ধ রাখা থেকে শুরু করে শহরের যান চলাচলে কড়া নিয়ন্ত্রণ- দক্ষভাবে সমস্ত কাজ সম্পন্ন করেছে দিল্লি পুলিশ। এমনকি নিরাপত্তা বজায় শহরে অনলাইন খাবার ডেলিভারিও বন্ধ রাখা হয়েছিল জি-২০ সম্মেলন চলাকালীন। বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের নিরাপত্তায় কোনও রকম গাফিলতির খবরও মেলেনি। গত ১০ সেপ্টেম্বর শেষ হয় জি-২০ সম্মেলন।
তারপরেই দিল্লি পুলিশের কাজে সন্তুষ্ট হয়ে তাঁদের সঙ্গে নৈশভোজের ইচ্ছা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সেই বিষয়টি জানতে পেরেই অতিথি তালিকা বানাতে শুরু করেন দিল্লি পুলিশের কমিশনার সঞ্জয় অরোরা। কনস্টেবল থেকে শুরু করে ইন্সপেক্টর- সমস্ত পর্যায়ের পুলিশকর্মীকেই আমন্ত্রণ জানানো হবে এই নৈশভোজে। চলতি সপ্তাহেই নৈশভোজের আয়োজন করা হয়েছে। সবমিলিয়ে অন্তত ৪৫০ জন পুলিশকর্মীর সঙ্গে নৈশভোজে বসবেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, দিল্লিতে (Delhi) রাষ্ট্রপ্রধানদের সম্মেলন শেষ হওয়ার পরেই সভাপতি রাষ্ট্র হিসাবে ভারতের ভূমিকার ভূয়সী প্রশংসা করল মার্কিন যুক্তরাষ্ট্র (USA)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র জানালেন, চূড়ান্ত সফল হয়েছে ভারতে আয়োজিত জি-২০ সম্মেলন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.