সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরএসএস তথা বিজেপির অন্যতম এজেন্ডা ‘গো-প্রীতি’। সংঘ সদস্যরা নিজেদের গো-সেবক বলতেও অত্যুক্তি করেন না। সংঘের ‘পোস্টার বয়’ তথা প্রধানমন্ত্রীর পশুদের প্রতি প্রেমও কারও অজানা নয়। বিশেষ করে গরুর প্রতি তাঁর শ্রদ্ধা অসীম বলেই দাবি করেন বিরোধীরা। গোরক্ষার নামে দাদাগিরি পছন্দ না করলেও গরু যে সমাজের জন্য উপকারী একথা তিনি প্রকাশ্যেই বলেছেন একাধিকবার। কিন্তু এবার তিনি যেটা করতে চলেছেন তাতে নাকি প্রধানমন্ত্রীর পশুপ্রেম আন্তর্জাতিকস্তরে স্বীকৃতি পেতে চলেছে, অন্তত নিন্দুকরা তাই বলছেন।
আসলে ব্যপারটা তেমন কিছুই নয়। সোমবার দক্ষিণ আফ্রিকা, রোয়ান্ডা এবং উগান্ডায় ৪ দিনের সফরে যাচ্ছেন মোদি। এর মধ্যে রোয়ান্ডার মাটিতে প্রথমবার পা রাখছেন ভারতের কোনও প্রধানমন্ত্রী। আর প্রথমবার সফরে রোয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামেকে বিশেষ উপহার দিতে চলেছেন প্রধানমন্ত্রী। কী সেই উপহার? শোনা যাচ্ছে মোদি নাকি রোয়ান্ডার প্রেসিডেন্টকে ২০০টি গরু উপহার দেবেন। গরুগুলি অবশ্য এদেশ থেকে নিয়ে যাওয়া হচ্ছে না। স্থানীয় গরুই কিনবে ভারত সরকার তারপর সেগুলি উপহার দেওয়া কাগামেকে।
আসলে রোয়ান্ডা প্রধানত কৃষি এবং পশুপালন নির্ভর দেশ। তাই প্রেসিডেন্ট কাগামে প্রতিবছর ‘গিরিংকা’ নামের একটি উৎসব করেন। এই উৎসবে প্রতিবছর বহু গরিব পরিবারের হাতে একটি করে গাভী তুলে দেন প্রেসিডেন্ট। গাভীর প্রথম বাচ্চাটি আবার দান করা হয় ওই পরিবারের প্রতিবেশীকে। যাই হোক, এবার এই গিরিংকা উৎসবে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। আর ভারতের তরফে শুভেচ্ছাবার্তা হিসেবে উপহার দেওয়া হবে গরু। রুয়েরু মডেল ভিলেজে গিয়ে সেই গরুগুলি গরিব পরিবারকে দান করবেন দুই রাষ্ট্রপ্রধান। এরপর অবশ্য দুই দেশের মধ্যে কূটনৈতিক স্তরে একাধিক বিষয়ে আলোচনা হবে, বেশ কয়েকটি চুক্তিও হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, নতুন সম্পর্কের সূচনাটা হতে চলেছে গো-দানের মধ্য দিয়েই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.