Advertisement
Advertisement
PM Modi

ফের বিশ্বসেরা মোদি, পিছনে ফেললেন বাইডেন, সুনকদের মতো রাষ্ট্রনেতাদের

৪১ শতাংশ রেটিং পেয়ে তালিকার ৬ নম্বরে জো বাইডেন।

PM Modi Surpasses Biden, Sunak to Become World's ‘Most Popular’ Leader | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Kishore Ghosh
  • Posted:April 3, 2023 6:04 pm
  • Updated:April 3, 2023 7:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে আদানি ইস্যুতে যতই ব্যাকফুটে থাকুন, ফের বিশ্বমঞ্চ জয়জয়কার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। আমেরিকার (America) প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden), ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনককে (Rishi Sunak) টপকে জনপ্রিয়তম রাষ্ট্রনেতার তকমা পেলেন মোদি। বিশ্বের ২২ জন রাষ্ট্রনেতাকে নিয়ে সমীক্ষা চালিয়ে আমেরিকার সংস্থা ‘মর্নিং কনসাল্ট’ (Morning Consult) জনপ্রিয় রাষ্ট্রনেতাদের তালিকা প্রকাশ করেছে সম্প্রতি। সেখানেই সবার উপরে মোদি।

হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পরে আদানি ইস্যুতে বিরোধীদের নিশানা প্রধানমন্ত্রী মোদি। রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাংসদ পদ বাতিলের পিছনেও মোদি কলকাঠি নেড়েছেন, এমনটাই ধারণা অনেকের। সব মিলিয়ে সাম্প্রতিককালে একাধিক ইস্যুতে সমালোচিত মোদি এবং তাঁর সরকার। যদিও তাতে করে মোদির ফ্যান ফলোয়িং যে একবিন্দু কমেনি, বরং বেড়েছে তা স্পষ্ট হয়ে গেল ‘মর্নিং কনসাল্ট’-এর নয়া সমীক্ষায়।

Advertisement

[আরও পড়ুন: হাঁটুতে লুকনো ব্লুটুথ, কানে গোঁজা হেডফোন! পুলিশের চাকরির পরীক্ষায় ধৃত ভুয়ো পরীক্ষার্থী]

গত ২২ থেকে ২৮ মার্চ পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে রাষ্ট্রনেতাদের মধ্যে জনপ্রিয়তায় শীর্ষস্থান দখল করেছেন মোদি। সবচেয়ে বেশি ৭৮ শতাংশ রেটিং পেয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট লোপেজ ওব্রাডোর। তিনি পেয়েছেন ৬১ শতাংশ রেটিং। তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। পেয়েছেন ৫৫ শতাংশ রেটিং। ৪১ শতাংশ রেটিং পেয়ে তালিকার ৬ নম্বর জায়গায় ঠাঁই পেয়েছেন জো বাইডেন। ৩৪ শতাংশ রেটিং পেয়ে তালিকায় দশম স্থানে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক।

[আরও পড়ুন: দিল্লিতেও প্রকাশ্যে বঙ্গ বিজেপির কোন্দল, মঞ্চেই আঙুল উঁচিয়ে লকেটকে ‘হুঁশিয়ারি’ দেবশ্রীর]

গত ফেব্রুয়ারি মাসেও ‘মর্নিং কনসাল্ট’-এর সমীক্ষায় বিশ্বের জনপ্রিয় নেতা হিসাবে শীর্ষে ছিলেন মোদি। সেবার পেয়েছিলেন ৭৮ শতাংশ রেটিং। উল্লেখ্য, কিছুদিন আগেই আমেরিকার কূটনীতি বিষয়ক ম্যাগাজিন ‘দ্য ডিপ্লোম্যাট’ (The Diplomat) দাবি করেছে, ‘শত্রুদেশ’ চিনেও (China) বিপুল জনপ্রিয় ভারতের প্রধানমন্ত্রী। চিনা নাগরিকরা তাঁকে ভালবেসে ‘মোদি লাওক্সিয়ান’ (Modi Laoxian) নামে ডাকেন। লাওক্সিয়ান-এর অর্থ ‘অমর’। সীমান্ত নিয়ে ভারত-চিনের লাগাতার বৈরিতার পরেও চিনা নাগরিকদের মধ্যে মোদির তুমুল জনপ্রিয়তা কৌতূহল জাগিয়েছে আন্তর্জাতিক মহলে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement