সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার পর থেকে দেশজুড়ে অশান্তির আবহ৷ দেশের বিভিন্ন প্রান্তে হেনস্তার শিকার হচ্ছেন কাশ্মীরিরা৷ কোথাও তাঁদের মারধর করা হচ্ছে, আবার কোথাও তাঁদের ভূস্বর্গে ফিরে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে৷ এই পরিস্থিতিতে মানসিকভাবে বিপর্যস্ত কাশ্মীরিরা৷ রাজস্থানের টংকের সভা থেকে আতঙ্কিত কাশ্মীরিদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকে সবচেয়ে বেশি কাশ্মীরিরাই ভোগান্তির শিকার হচ্ছেন বলেও দাবি করলেন তিনি৷
গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলার পর মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় কাশ্মীরিদের বয়কটের ডাক দেন৷ উত্তপ্ত পরিস্থিতিতে কীভাবে একজন জনপ্রতিনিধি এহেন মন্তব্য করতে পারেন, তা নিয়ে ওঠে সমালোচনার ঝড়৷ তবে তার মাঝেই কখনও মহারাষ্ট্র, কখনও পুণে আবার কখনও পশ্চিমবঙ্গে কাশ্মীরিদের উপর হামলার ঘটনা ঘটেই চলেছে৷ একের পর এক ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কাশ্মীরিদের উপর হামলার প্রতিবাদে রাজস্থানের টংকের সভা থেকে এই প্রথমবার মুখ খুললেন তিনি৷ প্রধানমন্ত্রী বলেন, ‘‘পুলওয়ামায় হামলার পর থেকে সবচেয়ে বেশি হেনস্তার শিকার হচ্ছেন কাশ্মীরিরা৷ কাশ্মীরের জন্য আমাদের লড়াই করতে হবে, কাশ্মীরিরা আমাদের টার্গেট নন৷ এই পরিস্থিতিতে ভারতবাসীর উচিত কাশ্মীরিদের পাশে দাঁড়ানো৷’’
প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়ার পর পালটা টুইট করেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা৷ টুইটে কটাক্ষ করেই তিনি লেখেন, ‘‘পুলওয়ামায় হামলার পর থেকে দিনের পর দিন কাশ্মীরিদের উপর হামলার ঘটনা বেড়েই চলেছে৷ প্রধানমন্ত্রী যে শেষ পর্যন্ত এ বিষয়ে মুখ খুললেন সেটাই ভাল৷’’
It’s been a more than a week since the terrible attack in Pulwama & more than a week that Kashmiris have been bearing the brunt of the public anger. Perhaps finally after PM @narendramodi Sb has spoken these forces targeting Kashmiris will stop in their tracks.
— Omar Abdullah (@OmarAbdullah) February 23, 2019
উল্লেখ্য, দিনকয়েক আগে পশ্চিমবঙ্গের নদিয়ায় এক শাল ব্যবসায়ীকে বেধড়ক মারধর করা হয়েছে৷ রক্তাক্ত অবস্থায় থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত৷ তাঁর অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তারও করে৷ এরপর টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান ওমর আবদুল্লা৷
PM Narendra Modi at a public rally in Tonk, Rajasthan: Our fight is against terrorism & enemies of humanity. Our fight is for Kashmir not against Kashmir, not against Kashmiris. What happened to Kashmiri students in last few days, such things should not happen in this country. pic.twitter.com/4pmLVhh4H5
— ANI (@ANI) February 23, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.