Advertisement
Advertisement

Breaking News

Modi

‘আপনারা ফর্ম করেছেন, আমি রিফর্ম করেছি’, লালকেল্লা থেকে চব্বিশের সুর বাঁধলেন মোদি

'সংস্কার চেয়ে আমি বিরোধিতার মুখে পড়েছি।'

PM Modi ssounds Lok Sabha poll bugle from Red Fort on I-Day | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:August 15, 2023 8:37 am
  • Updated:August 15, 2023 10:25 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লালকেল্লা থেকে চব্বিশের সুর বাঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতা দিবসের ভাষণে লোকসভা নির্বাচনের দামামা বাজালেন নমো। এদিন ‘রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম’ মন্ত্র শুনিয়ে স্থির সরকারের আবেদন জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “আমি সংস্কার চেয়েছিলাম। কিন্তু সংস্কার চেয়ে আমাকে বিরোধিতার মুখে পড়তে হয়েছে। জনতা সরকার ফর্ম (গঠন) করেছে, আমি রিফর্ম (সংস্কার) করেছি। ২০১৪ সালে আমরা যখন ক্ষমতায় আসি তখন বিশ্ব অর্থনীতিতে দেশ দশ নম্বর ছিল। আজ ১৪০ কোটি দেশবাসীর যৌথ উদ্যোগে অর্থনীতির নিরিখে আমরা বিশ্বে পঞ্চম। ডিজিটাল প্রযুক্তিতে এগোচ্ছে ভারত। আগামী পাঁচ বছরে ভারত তৃতীয় স্থানে থাকবে। এটা মোদির প্রতিশ্রুতি। এতদিন দুর্নীতির রাক্ষস দেশকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছিল। আমরা সেই ছিদ্র বন্ধ করেছি।”

Advertisement

[আরও পড়ুন: খুচরো বাজারে আগুন, ছ্যাঁকা মধ্যবিত্তের পকেটে, ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যবৃদ্ধি]

বিশ্লেষকদের মতে, এদিন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের বিউগল বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী। নোটবন্দি, কৃষি আইনের মতো বিতর্কিত বিষয়ে বিরোধীদের তোপের জবাবেই সংস্কার বিরোধীতার তাশ খেলেছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে, মজবুত তথা স্থির সরকারের আবেদন জানিয়ে ইঙ্গিতে ইন্ডিয়া জোটকে প্রত্যাখ্যান করার ডাক দিয়েছেন মোদি। পাশাপাশি, ফের দুর্নীতি প্রসঙ্গে কংগ্রেসকে একহাত নিয়েছেন তিনি।

প্রসঙ্গত, দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে ২জি কেলেঙ্কারি, কয়লাখনি বণ্টন, কমনওয়েলথ গেমস নিয়ে সিএজি-র একের পর এক রিপোর্টে দুর্নীতির অভিযোগ রাজনীতিতে ঝড় তুলে দিয়েছিল। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এবার সেই সিএজি-র রিপোর্টেই প্রশ্নের মুখে পড়েছে মোদি সরকার। একটি-দু’টি নয়। সিএজি-র রিপোর্টে এনডিএ সরকারের জমানায় আটটি ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।

[আরও পড়ুন: ‘বিশ্বে চালকের আসনে ভারত’, ৭৭তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় বার্তা মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement