ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) পরিস্থিতিতে ফের রুশ (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এই সপ্তাহে এই নিয়ে দ্বিতীয় বার ফোনে কথা হল দুই রাষ্ট্রনায়কের। জানা গিয়েছে, ইউক্রেনে আটকে থাকা সমস্ত ভারতীয়কে নিরাপদে দেশে ফেরানো নিয়েই মূলত তাঁদের মধ্যে কথা হয়েছে বলে জানা যাচ্ছে।
মঙ্গলবার কর্ণাটক থেকে ইউক্রেনে যাওয়া নবীন শেখরাপ্পা নামে বছর বাইশের এক মেডিক্যাল পড়ুয়ার মৃত্যু হয় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে। এরপরই একটি জরুরি বৈঠক করেন মোদি। জানিয়ে দেন, আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে সব রকম প্রচেষ্টা করছে কেন্দ্র। এরপরই এদিন পুতিনকে ফোন করলেন তিনি।
PM Narendra Modi spoke on phone today with Russian President Vladimir Putin. The leaders reviewed the situation in Ukraine, especially in Kharkiv where many Indian students are stuck. They discussed the safe evacuation of the Indian nationals from the conflict areas.
(File pics) pic.twitter.com/IUPgj0Dung
— ANI (@ANI) March 2, 2022
এই মুহূর্তে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে কেন্দ্রের তরফে জোরকদমে চলছে ‘অপারেশন গঙ্গা’। যুদ্ধের জেরে ইউক্রেনের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ার পর প্রতিবেশী দেশগুলিতে দফায় দফায় বিমান পাঠিয়ে চলছে উদ্ধারকাজ। অনেকেই ইতিমধ্যে ইউক্রেন ছেড়েছেন। সড়কপথে রোমানিয়া, পোল্যান্ডে এসে অপেক্ষা করছেন ভারতে ফেরার জন্য।
এদিন এক সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, এখনও পর্যন্ত প্রায় ১৭ হাজার ভারতীয় পড়ুয়া ইউক্রেন ছেড়েছেন। তাঁদের মধ্যে ৩ হাজার ৩৫২ জন ইতিমধ্যেই দেশে ফিরে এসেছেন। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৫টি বিমান ভারতীয় পড়ুয়াদের নিয়ে ফিরেছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টাতেই নয়াদিল্লি নেমেছে ৬টি বিমান।
এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সপ্তম দিনে প্রাণ হারিয়েছেন আরও এক ভারতীয়। সূত্রের খবর, তিনি পাঞ্জাবের পড়ুয়া। যুদ্ধকালীন পরিস্থিতিতে তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। এরপরই দ্রুত খারকভ (Kharkiv) ছাড়ার নির্দেশ দেওয়া হয় সেখানে আটকে পড়া সমস্ত ভারতীয়কে। বলা হয়, গাড়ি না পেলে অন্তত পায়ে হেঁটেই যেন তাঁরা উপদ্রুত এলাকার বাইরে চলে যান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.