Advertisement
Advertisement
Netanyahu

যুদ্ধবিরতির পক্ষে সায় ভারতের, তার পরই মোদির সঙ্গে ফোনে কথা নেতানিয়াহুর

'ফলপ্রসূ মতবিনিময় হয়েছে', জানাচ্ছেন মোদি।

PM Modi Speaks To Netanyahu On Israel-Hamas War। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 19, 2023 7:35 pm
  • Updated:December 19, 2023 7:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত সপ্তাহেই গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব পেশ হয়েছিল রাষ্ট্রসংঘে। সেই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল ভারত। আর তার পরই ফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে কথা হল ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu)।

মোদি নিজের এক্স হ্যান্ডলে একথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফলপ্রসূ মতবিনিময় হয়েছে বর্তমান ইজরায়েল-হামাস সংঘর্ষের বিষয়ে।’ সেই সঙ্গে মোদি জানিয়েছেন মানবিক সহায়তাকে কাজে লাগিয়ে শান্তি ও স্থিতিশীলতার দ্রুত পুনঃপ্রতিষ্ঠার পক্ষে ভারতের ধারাবাহিক অবস্থানও তুলে ধরেছেন তিনি। হামাস-ইজরায়েলের ভয়াবহ সংঘর্ষে ভারত যে ইহুদি দেশটির সঙ্গে রয়েছে, তা আগে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। একাধিক বার ফোনে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথাও হয়েছে তাঁর। কিন্তু রাষ্ট্রসংঘে যুদ্ধবিরতির পক্ষে ভোট দেওয়ার পর এই প্রথম নেতানিয়াহু-মোদির এই ফোনালাপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

Advertisement

[আরও পড়ুন: ট্রাস্টের ‘বারণ’ সত্ত্বেও কি রাম মন্দিরে যাবেন আডবাণী? মিলল আমন্ত্রণ]

এদিকে সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ইজরায়েলে আটকে থাকা ভারতীয় শ্রমিকদের ফেরানোর বিষয়েও কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার। নেতানিয়াহু মোদিকে ধন্যবাদ জানিয়েছেন ইজরায়েলের পাশে থাকার জন্য। উল্লেখ্য, ৭ অক্টোবরের হামলার বদলা নিতে হামাসকে ধ্বংস করে দেওয়ার পণ নিয়েছে ইজরায়েল (Israel)। সেই লক্ষ্যে গাজায় তীব্র আক্রমণ শানাচ্ছে ইজরায়েলি ফৌজ। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ১৮ হাজার পেরিয়ে গিয়েছে। এর মধ্যেই গত সপ্তাহে রাষ্ট্রসংঘের (UN) সাধারণ পরিষদে পাশ হয়েছিল একটি খসড়া প্রস্তাব, যেখানে অবিলম্বে গাজায় (Gaza) মানবিকতার কারণে যুদ্ধবিরতির দাবি করা হয়েছে। সেই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারত। সব মিলিয়ে ১৫৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ভোটদান থেকে বিরত থেকেছে ২৩টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে ১০টি দেশ। যার মধ্যে রয়েছে আমেরিকা।

[আরও পড়ুন: ইন্ডিয়া জোটের নেতা হিসাবে খাড়গের নাম প্রস্তাব মমতার, সমর্থন কেজরির: সূত্র]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement