Advertisement
Advertisement

Breaking News

Modi Manipur No Confidence Motion

‘মণিপুরে দ্রুত শান্তি ফিরবে’, সংসদে আশ্বাস মোদির

বিরোধীরা ওয়াকআউট করার পরে মণিপুর নিয়ে মুখ খুললেন মোদি।

PM Modi speaks on Manipur in his speech on no confidence motion | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:August 10, 2023 6:51 pm
  • Updated:August 10, 2023 7:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেড়ঘণ্টা ধরে ভাষণ দিলেন। অবেশেষে মণিপুর (Manipur) নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সাফ জানিয়ে দিলেন, আসলে সেরাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনার ইচ্ছাই ছিল না বিরোধীদের। সেই জন্যই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) ভাষণের সময়ে তাঁরা হট্টগোল করেছেন। মোদি সাফ জানান, মণিপুরের পাশে রয়েছে গোটা দেশ। প্রসঙ্গত, মোদির ভাষণের সময়ে একাধিকবার ‘মণিপুর, মণিপুর’ ধ্বনি শোনা গিয়েছে সংসদে। বিরোধী সাংসদরা ওয়াকআউট করতেই মণিপুর নিয়ে কথা বলতে শুরু করেন প্রধানমন্ত্রী। 

গত ৩ মে থেকে হিংসায় জ্বলছে মণিপুর, কিন্তু সেই বিষয়ে একবারের জন্যও বিবৃতি দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লাগাতার তাঁর বিবৃতি দাবি করার পরে অনাস্থা প্রস্তাব (No Confidence Motion) পেশ করে বিরোধী দলগুলি। জবাবি ভাষণ দিতে গিয়ে প্রথম দেড় ঘণ্টা বিরোধীদের নানা বিষয়ে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। সেই সময়ে একাধিকবার সংসদে মণিপুরের নামে স্লোগান দিতে থাকেন বিরোধী দলের সাংসদরা। মণিপুর নিয়ে মোদির নীরবতার জেরে অধিবেশন ছেড়ে বেরিয়ে যান বিরোধীরা। তারপরেই অবশেষে মুখ খোলেন মোদি। 

Advertisement

[আরও পড়ুন: ‘এনডিএ জোটের নামে অহংকারী ‘I’ জুড়েই I.N.D.I.A’, বিরোধীদের আক্রমণ মোদির]

প্রধানমন্ত্রী বলেন, “রাজনীতির উর্ধ্বে উঠে মণিপুর নিয়ে বক্তব্য রেখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু সেই সময়ে শুনতে চাননি বিরোধীরা। কিন্তু কেন্দ্র ও রাজ্য দুই সরকারই মণিপুরে শান্তি ফেরাতে চেষ্টা করছে। দোষীদের শাস্তিও দেওয়া হবে। দ্রুত শান্তি ফিরবে সেরাজ্যে। মা-বোনেদের আশ্বস্ত করে বলতে চাই, দেশ আপনাদের পাশেই রয়েছে।” বক্তৃতা দিতে গিয়ে মোদি আরও বলেন, দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলিকে নিজের হৃদয়ের মধ্যে রাখেন তিনি। 

মোদির বক্তব্যের পুরো সময়টাই অধিবেশনে অনুপস্থিত ছিলেন বিরোধীরা। টানা দু’ঘণ্টা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। শেষ পর্যন্ত নস্যাৎ হয়ে যায় বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব। 

[আরও পড়ুন: ‘লুট কি দুকান, ঝুট কা বাজার’, লোকসভায় রাহুলকে জবাব মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement