সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাতে’ উঠে এল বাংলার কথা। উল্লেখ করা হল পশ্চিম মেদিনীপুরের হস্তশিল্পের প্রসঙ্গও। তবে জাতীয় পতাকার অবমাননা নিয়েও এদিনের ‘মন কি বাতে’ (Maan ki Baat) দুঃখ প্রকাশ করেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তাঁর কথায়, “লালকেল্লার ঘটনায় স্তম্ভিত গোটা দেশ।”
রবিবার ছিল বছরের প্রথম ‘মন কি বাত’। সেখানে দেশের করোনা পরিস্থিতি থেকে টিকাকরণ প্রক্রিয়া, এমনকী জাতীয় পতাকার অবমাননা প্রসঙ্গও তুলে আনলেন প্রধানমন্ত্রী। বললেন, “২৬ জানুয়ারি লালকেল্লায় জাতীয় পতাকার অবমামনা হয়েছে। যা দেখে দেশবাসী স্তম্ভিত।” উল্লেখ্য, সাধারণতন্ত্র দিবসে লালকেল্লায় কৃষক সংগঠনের পতাকা ‘নিশান সাহিব’ উড়িয়েছিলেন বিক্ষুব্ধ কৃষকরা। ওই স্তম্ভ থেকেই স্বাদীনতা দিবসে জাতীয় পতাকা ওড়ানো হল। ২৬ জানুয়ারির এই ঘটনায় তোলপাড় হয় গোটা দেশ। নিন্দায় সরব হয় দেশবাসী। এবার প্রধানমন্ত্রীর ভাষণেও সেই প্রসঙ্গ উঠে এল।
The nation was shocked to witness the insult of the Tricolour on January 26: PM Narendra Modi at ‘Mann Ki Baat’ pic.twitter.com/xxXHS50fau
— ANI (@ANI) January 31, 2021
বিভিন্ন রাজ্যের বিশেষত্ব প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী তুলে ধরলেন পশ্চিম মেদিনীপুরের পিংলার পটচিত্রের কথা। দিন কয়েক আগে সেখানকার এক শিল্পী সামসুদ্দিনের পটচিত্রে উঠে এসেছিল রামায়ণের ঘটনাপ্রবাহ। সেই পটচিত্রটি ২ লক্ষ টাকায় বিক্রি হয়। এদিন সেই শিল্পকর্মের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে জানান, কীভাবে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন রাজ্যের হস্তশিল্পের প্রসার ঘটাচ্ছে। তবে একুশের বিধানসভা নির্বাচনের আগে ‘মন কি বাতে’ বাংলার (Bengal) উল্লেখ রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
এদিনের ভাষণেও আত্মনির্ভরতার প্রসঙ্গ তুলে আনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, “স্বদেশি ভ্যাকসিন শুধুমাত্র আত্মনির্ভরতার পরিচয় নয়। বরং আত্মগৌরবেরও চিহ্ন। আমাদের দেশ বিশ্বের বৃহত্তম টিকাকরণ প্রক্রিয়া চালাচ্ছে, যা নিঃসন্দেহে প্রশসংনীয়।” তিনি এদিন আরও একবার মনে করিয়ে দেন, ভারত শুধুমাত্র নিজেদের প্রয়োজনে টিকা তৈরি করছে না। বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে সেই টিকা পৌঁছে দিয়ে জীবনদায়ীর ভূমিকা পালন করছে।
You must have noticed about the vaccination programme that India is able to help others because India today is self-reliant in the field of medicines and vaccines: PM Narendra Modi during ‘Mann Ki Baat’ radio programme pic.twitter.com/PmiLIYgDrZ
— ANI (@ANI) January 31, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.