সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বাংলার গণতন্ত্র নিয়ে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। কটাক্ষ করলেন বাংলার রাজনীতি নিয়ে। এমনকী, কেন্দ্রের কোনও প্রকল্প এ রাজ্যে কার্যকর করা হয়নি বলেও সংসদ থেকে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর আক্ষেপ, নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীতে দাঁড়িয়ে তাঁকে ভুলে গিয়েছে গোটা দেশ।
সোমবার রাজ্যসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েনকে তীব্র কটাক্ষ করলেন। প্রধানমন্ত্রীর কথায়, “তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েন বক্তব্য রাখছিলেন। বলছিলেন, বাক স্বাধীনতার কথা, গণতন্ত্র পদদলিত হওয়ার কথা। সুন্দর-সুন্দর শব্দের ব্যবহার করছিলেন তিনি।”
এরপরই নরেন্দ্র মোদির ব্যঙ্গ, “আমি তো বুঝতেই পারছিলাম না উনি দেশের কথা বলছেন, নাকি বাংলার কথা বলছেন। আসলে উনি নিজের রাজ্যে দিনভর এগুলো দেখতে পান, তাই হয়তো সে কথাই এখানে বলে ফেলেছেন।” শুধু তাই নয়, এ রাজ্যে কেন কেন্দ্রীয় প্রকল্পগুলি কার্যকর করা হয়নি, তা নিয়েও প্রশ্ন তুললেন তিনি। বললেন, “বাংলার রাজনীতির কারণে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছেন না এ রাজ্যের বাসিন্দারা।”
I was listening to Derek ji, he had chosen good words – Freedom of Speech, Intimidation. When I was listening to him, I was wondering if he is talking about Bengal or the country. He sees all this for 24 hours, so he might have said the same here too: PM Modi in Rajya Sabha pic.twitter.com/KAORTjR3rg
— ANI (@ANI) February 8, 2021
রাজ্যসভায় কংগ্রেসকে বিঁধে এদিন প্রধানমন্ত্রী বলেন, “এত বছর ধরে কংগ্রেস দেশকে নিরাশ করেছে। আর ওই দলের সাংসদদের কথাও আমাকে হতাশ করে।” তাঁর কথায়, “বাজওয়া সাহেব অনেক কিছু বলছিলেন। আমি তো একবার ভাবলাম উনি জরুরি অবস্থার কথা বলবেন। কিন্তু উনি সেটা বললেন না। দেশের মতো আমিও নিরাশ হলাম।”
এদিন প্রধানমন্ত্রীর ভাষণে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শের কথাও উঠে আসে। তাঁর কথায়, “এটা নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী। তাঁর আদর্শ ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। অথচ তাঁকে আমরা ভুলে গিয়েছি।” বাংলার নির্বাচনের আগে সংসদে দাঁড়িয়ে নেতাজির আদর্শ নিয়ে আলোচনা অথবা বাংলার গণতন্ত্র নিয়ে খোঁচার নেপথ্যে ভোটের রাজনীতি দেখছেন অনেকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.