Advertisement
Advertisement

Breaking News

PM Modi

‘বিরোধীরাই তো ৬৩ শতাংশ টাকা পেয়েছে, আমাকে নিশানা কেন?’, নির্বাচনী বন্ড নিয়ে তোপ মোদির

নির্বাচনী বন্ড বাতিল এবং এই বন্ডের মাধ্যমে বিজেপি কত আয় করেছে- দুটি বিষয়কে হাতিয়ার করে লোকসভা নির্বাচনের আগে সুর চড়িয়ছে বিরোধী দলগুলো। স্টেট ব্যাঙ্কের প্রকাশিত তথ্য অনুযায়ী, বন্ড থেকে সবচেয়ে বেশি আয় করেছে বিজেপি। তবে মোদির কথায়, মাত্র ৩৭ শতাংশ বন্ড পেয়েছে বিজেপি।

PM Modi slams opposition on electoral bond

ছবি: সোশাল মিডিয়া।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 15, 2024 7:37 pm
  • Updated:April 15, 2024 7:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধীরাই তো ৬৩ শতাংশ অর্থ পেয়েছে নির্বাচনী বন্ডের (Electoral Bond) মাধ্যমে। তাহলে এই বন্ড নিয়ে বিজেপিকে নিশানা করা হচ্ছে কেন? লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) আগে একটি সাক্ষাৎকারে এই প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর দাবি, নির্বাচনী বন্ড বাতিলের সিদ্ধান্তে একদিন সকলে আফসোস করবেন।

নির্বাচনী বন্ড বাতিল এবং এই বন্ডের মাধ্যমে বিজেপি কত আয় করেছে- দুটি বিষয়কে হাতিয়ার করে লোকসভা নির্বাচনের আগে সুর চড়িয়ছে বিরোধী দলগুলো। স্টেট ব্যাঙ্কের প্রকাশিত তথ্য অনুযায়ী, বন্ড থেকে সবচেয়ে বেশি আয় করেছে বিজেপি। অন্তত ৭ হাজার কোটি টাকা গিয়েছে গেরুয়া শিবিরের তহবিলে।

Advertisement

[আরও পড়ুন: ‘তেরঙ্গাই আমার গ্যারান্টি’, ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের ফেরানো নিয়ে মন্তব্য মোদির

তবে বিরোধীদের যাবতীয় অভিযোগ এদিন উড়িয়ে দিয়েছেন মোদি। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “যদি নির্বাচনী বন্ড না থাকত তাহলে কি জানা যেত কোথা থেকে টাকা এসেছে আর কোথায়ই বা গিয়েছে? এটাই ইলেকটোরাল বন্ডের সাফল্য। বন্ড আছে বলেই আর্থিক লেনদেনের হদিশ মিলছে। আমি কোনওদিনই বলিনি যে নির্বাচনী বন্ড একেবারে নিখুঁত। আমরা ভুল থেকে শিক্ষা নিয়ে উন্নতি করি। নির্বাচনী বন্ডের ক্ষেত্রেও সেটা হতেই পারত।”

কিন্তু সুপ্রিম কোর্টের রায় দেশকে কালো টাকার দিকে ঠেলে দিয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি আজ বলছি, নির্বাচনী বন্ড বাতিল নিয়ে একদিন সকলে আফসোস করবেন। তাছাড়াও, নির্বাচনী বন্ড থেকে আয়ের ৬৩ শতাংশই গিয়েছে বিরোধী দলগুলোর কাছে। ৩৭ শতাংশ অর্থ পেয়েছে বিজেপি। তাহলে বিরোধীরা কেন আমাদের দিকে আঙুল তুলছে?” মোদির কথায়, নির্বাচনী বন্ড নিয়ে আগামী দিনে আরও আলোচনা করা যেতে পারত। কিন্তু বিরোধীরা এই বন্ড নিয়ে অপপ্রচার চালাচ্ছে।

[আরও পড়ুন: বিজেপি প্রার্থীর পা ছুঁয়ে প্রণাম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের শশীর, ভোটবাজারে বিরল ছবি

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement