ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবারবাদী দলগুলোকে হারাতে হবে। নতুন ভোটারদের সাফ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবস উপলক্ষে প্রথমবারের ভোটারদের উদ্দেশে ভাষণ দেন তিনি। যুব সমাজকে ভোটদানে উৎসাহ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসাবে গড়ে তোলার দায়িত্ব নিতে হবে তাঁদেরই। প্রথমবারের ভোটারদের জন্য বিশেষ ক্যাম্পেনও শুরু করেছে বিজেপি।
জাতীয় ভোটার দিবস (National Voters Day) উপলক্ষে প্রায় এক লক্ষ ভোটারের উদ্দেশে ভারচুয়ালি বার্তা দেন প্রধানমন্ত্রী। নব মতদাতা সম্মেলনে তিনি বলেন, “ভোটার তালিকায় নাম ওঠার সঙ্গে সঙ্গেই দেশের গণতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন আপনারা। দেশের অমৃতকাল চলাকালীন ভোটার হয়েছেন, আগামী ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত করে তোলার দায়িত্বও আপনাদের কাঁধেই।”
নতুন ভোটারদের সম্মেলন হলেও বিরোধীদের তোপ দাগতে ছাড়েননি প্রধানমন্ত্রী। তিনি বলেন, ১০-১২ বছর আগে দেশের যুবসমাজের ভবিষ্যত একেবারে অন্ধকার ছিল। কারণ পরিবারবাদী দলগুলো যুবসমাজকে এগিয়ে যেতে দেয় না। কিন্তু এখন সেই ছবিটা পালটে গিয়েছে। তাই নতুন ভোটারদের কাছে প্রধানমন্ত্রীর অনুরোধ, “পরিবারবাদী দলগুলো দেশের যুবসমাজের বিরোধিতা করে। তাই আপনাদের ভোটের শক্তিতেই ওদের হারাতে হবে।” লোকসভা নির্বাচনের আগে এদিন নতুন ক্যাম্পেন শুরু করেছে বিজেপি (BJP)। সেখানে নতুন ভোটারদের জন্য নতুন স্লোগান চালু করেছে গেরুয়া শিবির। যুবসমাজকে বার্তা দেওয়া হয়েছে, ‘মেরা পেহলা ভোট মোদি কো’।
‘At your age, there exists big excitement for any beginning.
But this time, your beginning is very significant and unique.
Once your name gets registered in the voter list, you become a crucial member of the democratic process of the country.’
– PM Shri @narendramodi… pic.twitter.com/6cxJDHzUTv
— BJYM (@BJYM) January 25, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.