Advertisement
Advertisement

Breaking News

PM Modi-INDIA

‘পাপ ঢাকতে UPA হয়েছে INDIA’, বিরোধী জোটকে SIMI-র সঙ্গে তুলনা করে ফের তোপ মোদির

'দেশের প্রতি আবেগ নয়, দেশকে লুট করা উদ্দেশ্য', রাজস্থান থেকে তোপ প্রধানমন্ত্রীর।

PM Modi slams INDIA alliance again from Rajasthan, compares it to SIMI | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 27, 2023 3:05 pm
  • Updated:July 27, 2023 3:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিরোধী জোটকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ফের সন্ত্রাসবাদী সংগঠনগুলির সঙ্গে তুলনা করলেন। রাজস্থানের সিকারে নির্বাচনী জনসভা থেকে বিরোধী জোট INDIA-র নাম নিয়ে তাঁর মন্তব্য, ”নিজেদের পাপ মুছতে UPA হয়েছে INDIA. এভাবে নামবদলের খেলা চলছে। দেশের স্বার্থ নিয়ে এদের কারও কোনও মাথাব্যথা নেই।” এ প্রসঙ্গে তিনি নিষিদ্ধ সংগঠন SIMI, PFI’এর সঙ্গেও তুলনা করেছেন প্রধানমন্ত্রী। এর আগে দলের সংসদীয় কমিটির বৈঠকে INDIA জোটকে জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে তুলনা করেছিলেন। এরপর রাজস্থান থেকে ফের সেই একই তুলনা টানলেন।

সামনেই রাজস্থানে (Rajasthan) বিধানসভা নির্বাচন। তার আগে সেখানে প্রচারে নেমেছে বিজেপি। বৃহস্পতিবার সিকারে নির্বাচনী প্রচারে গিয়ে মোদি আগাগোড়া নিশানা করলেন বিরোধী INDIA জোটকে। তাঁর কথায়, ”শুধু নাম বদলের খেলা চলছে। যা ছিল UPA, সেটাই এখন INDIA. কংগ্রেস আমলে স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া বা সিমি ছিল সন্ত্রাসবাদী সংগঠন। এখন তা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI)। কিন্তু নাম বদলে কি আর কাজ বদল হয়? ওদের লক্ষ্য, দেশকে লুট করা। ইউপিএ বা কংগ্রেস শাসনাধীন সরকারকে সেবার মানুষ উৎখাত করে ফেলেছিল। এবারও INDIA জোটকে মানুষ প্রত্যাখ্যান করবে।”

[আরও পড়ুন: Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য সস্ত্রীক বিদেশ গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়]

এরপর বিরোধীদের উদ্দেশে স্লোগানও তোলেন মোদি। মহাত্মা গান্ধীর আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, ”ব্রিটিশ বিরোধী আন্দোলনে গান্ধীজি আওয়াজ তুলেছিলেন, ইংরেজ ভারত ছাড়ো। এখন বিরোধীদের লক্ষ্য করে স্লোগান তোলার সময় এসেছে। দুর্নীতিবাজ, ভারত ছাড়ো। তোষামোদকারীরা, ভারত ছাড়ো।” 

[আরও পড়ুন: বিজেপির কৌশলে জল, বিধানসভায় মুলতুবি প্রস্তাব গ্রহণ করলেন স্পিকার]

উল্লেখ্য, এর আগে মোদি ইন্ডিয়ান মুজাহিদিনের (Indian Mujahideen) সঙ্গে তুলনা করেছিলেন বিরোধীদের জোটকে। আর এবার সিমি। অর্থাৎ বারবার ইসলামিক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে INDIA-কে এক সারিতে রেখে প্রধানমন্ত্রী বারবার তাদের নেতিবাচক দিক তুলে চাইছেন সাধারণের সামনে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement