Advertisement
Advertisement

Breaking News

PM Modi

‘ক্রীতদাসের মতো মানসিকতা থেকেই হিন্দুধর্মকে আক্রমণ’, মহাকুম্ভের ‘নিন্দুক’দের একহাত মোদির

প্রধানমন্ত্রীর অভিযোগ, বিদেশি শক্তির মদতেই হিন্দু ধর্মকে আক্রমণের দুঃসাহস দেখায় বিরোধী শিবির।

PM Modi Slams Critics Of Maha Kumbh 2025

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:February 23, 2025 6:19 pm
  • Updated:February 23, 2025 7:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রীতদাসের মতো মানসিকতা থেকেই মহাকুম্ভের নিন্দা! মহাকুম্ভ নিয়ে মুখর নেতাদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার মধ্যপ্রদেশের সাত্তারপুরের এক সভায় প্রধানমন্ত্রী বললেন, “যারা হিন্দুদের ধর্মবিশ্বাসে আঘাত হানছে, তারা বহু শতাব্দী ধরে ক্রীতদাসের মানসিকতায় আটকে।”

সম্প্রতি কুম্ভমেলায় অব্যবস্থার একাধিক অভিযোগ উঠেছে। পদপিষ্ট হওয়ার ঘটনা, একাধিক অগ্নিকাণ্ড, ট্রাফিক জ্যাম, ট্রেনে অস্বাভাবিক ভিড়, এমনকী নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবেই সার্বিক ব্যবস্থাপনা নিয়ে একের পর এক প্রশ্নে বিদ্ধ হচ্ছে উত্তরপ্রদেশ এবং কেন্দ্র সরকার। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধী, অখিলেশ যাদব, সকলেই কুম্ভের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার একযোগে সবাইকে নিশানা করলেন মোদি।

Advertisement

সাত্তারপুরের সভা থেকে প্রধানমন্ত্রী বললেন, “আজকাল দেখা যায় একদল নেতা আমাদের ধর্ম নিয়ে হাসিঠাট্টা করছে, অসম্মান করছে। এরা মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে। বহু বিদেশি শক্তি এদের মদত নিচ্ছে। এই বিদেশি শক্তিগুলিই চায় আমাদের দেশ ও ধর্মকে দুর্বল করতে।” প্রধানমন্ত্রী বলছেন, “যারা হিন্দু ধর্মকে ঘৃণা করে, তাঁরা কয়েক শতাব্দী ধরে একই মানসিকতায় পড়ে রয়েছেন। ক্রীতদাসের মতো মানসিকতা থেকে এঁরা বছরের পর বছর ধরে আমাদের ধর্মকে, আমাদের ধর্মবিশ্বাসকে, আমাদের মন্দির, সংস্কৃতি, নীতি-আদর্শ সবকিছুকে আক্রমণ করে চলেছে।”

প্রধানমন্ত্রীর অভিযোগ, বিদেশি শক্তির মদতে হিন্দু ধর্মকে আক্রমণের দুঃসাহস দেখায় বিরোধী শিবির। বস্তুত, কুম্ভের যারা সমালোচনা করছে, বা কুম্ভের ব্যবস্থাপনা নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তাঁদের হিন্দু বিরোধী বলে সুকৌশলে প্রচার করার চেষ্টা করছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও খোলাখুলিই কুম্ভের নিন্দুকদের ‘হিন্দু বিরোধী’ বলে দেগে দিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement