Advertisement
Advertisement
PM Modi Congress

‘কংগ্রেসের প্রতিশ্রুতি মেটাতে দেউলিয়া হয়ে যাবে দেশ’, রাজস্থানে তীব্র কটাক্ষ মোদির

রাজস্থান কংগ্রেসের বিবাদ নিয়েও সরব প্রধানমন্ত্রী।

PM Modi slams Congress strategy of promises in election at Rajasthan | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:May 31, 2023 8:13 pm
  • Updated:May 31, 2023 10:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের (Congress) প্রতিশ্রুতি পূরণ করতে গেলে দেশ দেউলিয়া হয়ে যাবে-রাজস্থানে গিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নির্বাচনের আগে প্রচারের সময়েই সেরাজ্যের কংগ্রেস সরকারকেও একহাত নিলেন তিনি। প্রসঙ্গত, একাধিকবার দলীয় কোন্দলের জেরে রাজস্থানে (Rajasthan) সরকার পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে সেই সমস্যা সমাধান করতে মরিয়া হয়ে উঠেছে হাত শিবির।

পাঁচ দফা প্রতিশ্রুতি দিয়ে কর্ণাটক (Karnataka) নির্বাচনে বাজিমাত করেছে কংগ্রেস। প্রত্যেক বাড়িতে বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ, অন্ন ভাগ্য প্রকল্পের মাধ্যমে দারিদ্র্য সীমার নীচে থাকা পরিবারের প্রত্যেক সদস্যকে মাসে ১০কেজি চাল, গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা ডিগ্রিধারী বেকারদের যথাক্রমে ৩ হাজার ও ১.৫ হাজার টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। আগামী দিনে মধ্যপ্রদেশ থেকে রাজস্থান- সব রাজ্যের নির্বাচন জিততেই এই কৌশল নিতে চলেছে হাত শিবির। 

Advertisement

[আরও পড়ুন: ২৩ বছর পার, বাম আমলে নেওয়া জমি ফেরত চায় কলকাতা পুরসভা]

দেদার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন জেতার এই কৌশলকেই বিঁধেছেন মোদি। বুধবার একটি জনসভায় তিনি বলেন, “দেদার প্রতিশ্রুতি দেওয়ার নতুন ফর্মুলা শুরু করেছে কংগ্রেস। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করছে কি? ওদের এই প্রতিশ্রুতি পূরণ করতে গেলে দেশ দেউলিয়া হয়ে যাবে। আসলে এটাই কংগ্রেসের চাল। দরিদ্রদের ভুল বুঝিয়ে বঞ্চিত করে ওরা। রাজস্থানের মানুষও তার ফল ভুগেছেন। এমন একটা সরকার পেয়েছেন যেখানে মন্ত্রী, বিধায়করা নিজেদের মধ্যে ঝামেলা করেন।” ৫০ বছর আগে কংগ্রেস গরিবি হঠাও প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেটা সবচেয়ে বড় মিথ্যা কথা।

প্রসঙ্গত, কর্ণাটকে সরকার গড়ার পরেই এই প্রতিশ্রুতি পূরণের ব্যয়ভার নিয়ে আলোচনা হয়েছে কংগ্রেসের অন্দরে। সেখানেই জানা গিয়েছে, বার্ষিক ৫০ হাজার কোটি টাকা খরচ হবে রাজ্যের কোষাগার থেকে। তবে এই বিপুল অঙ্কের খরচকে খয়রাতি হিসাবে না দেখে উন্নয়ন হিসাবেই ব্যবহার করতে চাইছে কংগ্রেস। এই সিদ্ধান্তকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের খাতে যে অর্থ খরচ হবে সেটা আসবে কোথা থেকে? প্রসঙ্গত, কর্ণাটকের বিজেপি নেতৃত্বেরও দাবি ছিল এই প্রতিশ্রুতি পূরণ করতে গেলে দেউলিয়া হয়ে যাবে রাজ্য। 

[আরও পড়ুন: মসজিদ কমিটির মামলা খারিজ, জ্ঞানবাপীতে হিন্দু মহিলাদের পুজোর আবেদন গ্রহণযোগ্য, বলল কোর্ট]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement