Advertisement
Advertisement

Breaking News

PM Modi

মুসলমানকে দলের প্রেসিডেন্ট করেন না কেন? ওয়াকফ আইন হাতিয়ার করে কংগ্রেসকে তোপ মোদির

ওয়াকফ আইন নিয়ে কংগ্রেসের বিরোধিতাকে 'ভোটব্যাঙ্কের ভাইরাস' বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী।

PM Modi slam Congress, says Vote bank Virus
Published by: Anwesha Adhikary
  • Posted:April 14, 2025 2:00 pm
  • Updated:April 14, 2025 2:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বি আর আম্বেদকরের জন্মবার্ষিকীতে কংগ্রেসকে বাক্যবাণে বিদ্ধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাফ জানালেন, সংবিধানকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা লুটেছে হাত শিবির। তফসিলি জাতি-উপজাতির কাছে সংবিধানে লিখিত সংরক্ষণের সুবিধা পৌঁছেছে কিনা, সেদিকে নজর রাখেনি। ওয়াকফ আইন নিয়ে কংগ্রেসের বিরোধিতাকে ‘ভোটব্যাঙ্কের ভাইরাস’ বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী।

সোমবার হিসার বিমানবন্দরের উদ্বোধনে গিয়ে মোদি বলেন, “আমার সরকার যা সিদ্ধান্ত নেয় প্রত্যেকটাই বাবাসাহেব আম্বেদকরকে উৎসর্গ করা। কিন্তু জরুরি অবস্থার সময়ে সংবিধানকে হত্যা করেছে কংগ্রেস। ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধির উল্লেখ রয়েছে সংবিধানে, কিন্তু কংগ্রেস তা কার্যকর করেনি। আজ উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলেও কংগ্রেস তার বিরোধিতা করছে। আসলে সংবিধানে বর্ণিত অধিকার আদৌ অনগ্রসর মানুষের কাছে পৌঁছল কিনা, সেদিকে লক্ষ্য রাখেনি কংগ্রেস।

Advertisement

বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চাননি আম্বেদকর। কিন্তু হাত শিবিরের মুসলিম তোষণের জেরে মুসলিমদের ক্ষতি হয়েছে। তোপ দেগে মোদি বলেন, “যদি মুসলিমদের নিয়ে এতই ভাবেন তাহলে দলের প্রেসিডেন্ট হিসাবে কোনও মুসলমানের নাম ঘোষণা করেন না কেন? ওয়াকফের সম্পত্তি যদি সঠিকভাবে ব্যবহৃত হত তাহলে মুসলিম যুবকদের সাইকেলের পাংচার সারিয়ে জীবনধারণ করতে হত না। ওয়াকফের অপব্যবহার করে দলিত-বিধবাদের সম্পত্তি কেড়ে নেওয়া হত। কিন্তু নতুন ওয়াকফ আইনে সেটা আর হবে না। কিন্তু ভোটব্যাঙ্কের ভাইরাস কংগ্রেস সেই আইনেরও বিরোধিতা করেছে।”

প্রধানমন্ত্রীর এহেন মন্তব্যে অবশ্য পালটা তোপ দেগেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর কথায়, “এরা আগেও বাবাসাহেবের বিরোধী ছিল, এখনও আছে। যখন আম্বেদকর বৌদ্ধধর্ম গ্রহণ করেছিলেন, তখন এরা বলেছিল আম্বেদকরের ছোঁয়ায় ভগবান বুদ্ধ অচ্ছুৎ হয়ে গিয়েছেন।” খাড়গের দাবি, আম্বেদকরের কোন আদর্শ গ্রহণ করেছে, তার বিবরণ দিক বিজেপি। আইনসভায় মহিলাদের সংরক্ষণের বিল পাশ হয়ে গেলেও কেন তা কার্যকর হয়নি, প্রশ্ন কংগ্রেস সভাপতির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement