Advertisement
Advertisement

Breaking News

Narendra Modi

‘রামনামে প্রবল আস্থা বাংলার’, নজরুলের গানে মোদির রামবন্দনা

সোমবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। গোটা দেশ, গোটা দুনিয়া রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। এই আবহেই নিজের এক্স হ্যান্ডেলে নজরুলগীতি শেয়ার করলেন নরেন্দ্র মোদি।

PM Modi shares Nazrul geeti, says Bengal has immense reverence for Lord Ram| Sangbad Pratidin

ছবি: সংগৃহীত।

Published by: Akash Misra
  • Posted:January 20, 2024 10:47 am
  • Updated:January 20, 2024 11:32 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সোমবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। গোটা দেশ, গোটা দুনিয়া  রামলালার প্রাণপ্রতিষ্ঠা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। এই আবহেই নিজের এক্স হ্যান্ডেলে নজরুলগীতি শেয়ার করলেন নরেন্দ্র মোদি। নজরুলের গান ব্যবহার করে বাংলার মানুষদের বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

শনিবার সকাল সকাল মোদি তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ার করলেন নজরুলগীতি মন জপ নাম। সঙ্গীতশিল্পী পায়েল করের গাওয়া এই গানেই রামবন্দনায় মাতলেন মোদি। ক্যাপশনে লিখলেন, ”বাংলার মানুষের প্রভু রামের প্রতি অসীম ভক্তি রয়েছে। তার প্রমাণ নজরুলের গান মন জপ নাম।”

Advertisement

প্রসঙ্গত, ২২ জানুয়ারি অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার আগে কঠোর সংযম পালন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পড়ছেন। শুভ মুহূর্তে ঘুম থেকে উঠে ধ্যান করছেন। সাত্ত্বিক আহার করেই এই কয়েকটা দিন কাটাবেন প্রধানমন্ত্রী।

রামলালাকে স্নান করাতে বিভিন্ন নদী, সাগর, হ্রদের জলের সঙ্গে লাগবে ঘি, মধু ও ডাবের জল। সুন্দরবনের মধু পৌঁছল অযোধ্যায়। পাথরপ্রতিমার এক রামভক্ত পাঠালেন ১০১ কেজি মধু।

[আরও পড়ুন: রামের অযোধ্যায় হোটেল পাচ্ছেন না খোদ লক্ষ্মণ, ‘ক্ষুব্ধ’ সুনীল! মন্দির উদ্বোধনের আগেই ফিরতে হচ্ছে?]

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার অচিন্ত্যনগর গ্রাম পঞ্চায়েতের কে প্লটের বাসিন্দা হরিপদ মণ্ডল এবং তাঁর ছেলে গোকুলও রামভক্ত। অযোধ্যার রামমন্দির প্রতিষ্ঠার খবরে আনন্দিত গোটা মণ্ডল পরিবার। হরিপদবাবু আগেই ঠিক করেছিলেন রামলালার প্রাণপ্রতিষ্ঠায় অযোধ্যায় পাঠাবেন সুন্দরবনের খাঁটি মধু। বাবার পরিকল্পনায় সম্পূর্ণ সায় ছিল ছেলেরও। মধু সংগ্রহে সুন্দরবনের জঙ্গলের এপ্রান্ত থেকে ওপ্রান্ত নিজেই ঘুরে বেরিয়েছেন। কিছুটা নিজে সংগ্রহ করেন এবং বাকি মধু মউলিদের কাছ থেকে নেওয়া। সবমিলিয়ে একটু একটু করে তিনি প্রায় ১০১ কেজি মধু সঞ্চয় করেন।

ছেলে গোকুলকে দিয়ে সেই মধুই অযোধ্যায় পাঠিয়েছেন হরিপদ। উদ্দেশ্য রামলালার প্রাণ প্রতিষ্ঠায় তাঁর পাঠানো মধু যাতে কাজে লাগানো হয়। গাড়িতে সেই মধু চাপিয়ে গোকুলবাবু পাড়ি দিয়েছিলেন অযোধ্যার উদ্দেশ্যে। শুক্রবার সেই মধু নিয়ে হরিপদবাবুর ছেলে পৌঁছেছেন অযোধ্যায়। এদিন মধু নিয়ে ছেলে অযোধ্যায় পৌঁছনোর কথা শুনেই আনন্দে আত্মহারা হরিপদবাবু। তিনি জানান, রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠায় তাঁর পাঠানো মধু কাজে লাগলে ধন্য হবেন। শুধু সুন্দরবনের মধুই নয়। ইতিমধ্যেই বিহারের ঘি, কর্নাটকের চন্দন এবং কেরলের ডাবও পৌঁছে গিয়েছে অযোধ্যায়।

[আরও পড়ুন: রামমন্দিরে ৫০ কোটি অনুদান প্রভাসের? ‘আদিপুরুষ’ বিতর্কের ড্যামেজ কন্ট্রোল!]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement