সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী দিনে আরও ব্যর্থ হবে বিরোধীরা। ৭০ বছর ধরে বিভেদের রাজনীতির ফল মিলবেই। তিন রাজ্যে ব্যাপক সাফল্যের পর ফের কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলোকে এইভাবেই বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। উল্লেখ্য়, সদ্যসমাপ্ত নির্বাচনে কেবল তেলেঙ্গানায় সরকার গড়তে পেরেছে কংগ্রেস। তার পরেই বিরোধীদের উদ্দেশে মোদির বার্তা ছিল, শুধরে যান নয়তো মানুষ মুছে দেবে।
মঙ্গলবার একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করেন প্রধানমন্ত্রী। নাম না করে কংগ্রেস-সহ অন্যান্য বিজেপি বিরোধী দলগুলোর সমালোচনা রয়েছে ওই ভিডিওতে। সেখানকার বক্তব্যের সঙ্গেই সহমত পোষণ করে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “আশা করি নিজেদের ঔদ্ধত্য, মিথ্যাচার, নেতিবাচক চিন্তা আর উদাসীনতা নিয়েই ওরা ব্যস্ত থাকুক। ওদের বিভাজনের রাজনীতির কথা মনে রাখতে হবে। ৭০ বছরের পুরনো অভ্যাস এত সহজে ছাড়া যায় না।”
এরপরেই নাম না করে বিরোধীদের হুঁশিয়ারি, “মানুষ এখন অনেক সচেতন। তাই আগামী দিনে এমন অনেক ব্যর্থতার জন্য প্রস্তুত থাকতে হবে।” উল্লেখ্য, রাজস্থান-মধ্যপ্রদেশ-ছত্তিশগড়ে সরকার গঠনের পর থেকেই লাগাতার বিরোধীদের কটাক্ষ করেছেন মোদি। নির্বাচনের ফলপ্রকাশের দিনই প্রধানমন্ত্রী বলেন, “আজকের ফলাফল তাদের প্রতি সতর্কবার্তা, যারা প্রগতির রাজনীতি বিরোধী। এটা কংগ্রেস এবং তাদের ঘামন্ডিয়া (অহংকারী) জোটের জন্য একটি বড় শিক্ষা।”
May they be happy with their arrogance, lies, pessimism and ignorance. But..
⚠️ ⚠️ ⚠️ ⚠️ Beware of their divisive agenda. An old habit of 70 years can’t go away so easily. ⚠️ ⚠️ ⚠️ ⚠️
Also, such is the wisdom of the people that they have to be prepared for many more meltdowns… https://t.co/N3jc3eSgMB
— Narendra Modi (@narendramodi) December 5, 2023
শীতকালীন অধিবেশন শুরুর আগেও মোদি বলেন, “বিধানসভা নির্বাচনের ফলাফল আসলে আমার বিরোধী বন্ধুদের জন্য সোনালি সুযোগ। আপনাদের হারের হতাশা এই অধিবেশনে দেখাবেন না। হার থেকে শিক্ষা নিয়ে যদি আগামী দিনে ইতিবাচকভাবে এগিয়ে যান, গত ৯ বছরের নেতিবাচক মানসিকতাকে ঝেড়ে ফেলতে পারেন, তাহলে দেশের মানুষও আপনাদের অন্য চোখেই দেখবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.