সোমনাথ রায়, নয়াদিল্লি: করোনা কালে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে দাওয়াই দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অব্যবহৃত যাবতীয় সামগ্রীর দাম নির্ধারণ করবে সরকার এবং তার মালিকানা থাকবে কেন্দ্রের হাতে। এই মর্মে ৬ লক্ষ কোটি টাকার National Monetisation Pipeline (NMP) প্রকল্প চালু হয়েছে। এই পদক্ষেপের বিরোধিতা করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) আক্রমণ করলেন কেন্দ্রকে। কটাক্ষ করলেন, ”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) সবই বিক্রি করে দিচ্ছেন।”
মঙ্গলবার এক সংবাদ সম্মেলন করেন রাহুল ও প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। রাহুলের দাবি, বিজেপি কেবলই দাবি করে ৭০ বছরে দেশে কিছুই হয়নি। কিন্তু এই বছরগুলিতে দেশের যে সম্পত্তি তৈরি হয়েছে, তাকেই এবার বিক্রি করার পথে হাঁটছে সরকার। তিনি বলেন, ”বিজেপি বলে গত ৭০ বছরে নাকি কিছুই হয়নি। কিন্তু এবার গত ৭০ বছরের সব সম্পত্তি বিক্রি করে দিচ্ছে।” তাঁর অভিযোগ, ভারতের গুটিকয় শিল্পপতি বন্ধুর স্বার্থ দেখতেই এই নয়া প্রকল্পও চালু করা হয়েছে।
এদিকে এই নতুন প্রকল্পটির পক্ষে নির্মলা সীতারমণের বক্তব্য ছিল, কোনও অব্যবহৃত সামগ্রী, যার কোনও মালিকানা নেই, সম্পদ হলেও যা দিনের পর দিন অবহেলায় পড়ে রয়েছে, সেসবের নির্দিষ্ট অর্থমূল্য ধার্য করে বেসরকারি সংস্থার সাহায্যে ব্যবহার করা হোক। তবে এই অর্থের লভ্যাংশ থাকুক কেন্দ্রের হাতে। তাতে কোষাগারের চাপ কিছুটা কমতে পারে বলে আশা তাঁর। কীভাবে এই কাজ হবে, তার জন্য বেশ কয়েকটি ধাপের কথাও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নীতি আয়োগের (Niti Ayog) সিইও অমিতাভ কান্ত অর্থমন্ত্রীর প্রস্তাবের আরও বিস্তারিত ব্যাখ্যা করে জানিয়েছেন, চার বছর পর এসবের নির্দিষ্ট মূল্য স্থির করা হবে।
মঙ্গলবারই NMP-র বিরোধিতায় সরব হয়েছে তৃণমূলও। প্রক্রিয়াটি আদতে কী, কেমন, তা বিশদে ব্যাখ্যা করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের (Sukhendu Sekhar Roy) বক্তব্য, এটা জনবিরোধী এক নীতি। এতে সরকার নিয়ন্ত্রিত একাধিক সামগ্রী বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার রাস্তা চওড়া হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.