Advertisement
Advertisement
PM Modi

নবীন পট্টনায়কের স্বাস্থ্যের অবনতির নেপথ্যে অন্তর্ঘাত, বিজেপি জিতলেই তদন্ত হবে: মোদি

নবীনের স্বাস্থ্যের দ্রুত অবনতির জন্য কাকে দায়ী করলেন প্রধানমন্ত্রী?

PM Modi says will form panel to probe Naveen Patnaik's 'health' if BJP wins polls
Published by: Kishore Ghosh
  • Posted:May 29, 2024 8:52 pm
  • Updated:May 29, 2024 8:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওড়িশার (Odisha) আকাশে ‘ষড়যন্ত্রের’ মেঘ দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বুধবার প্রশ্ন তুললেন ‘বন্ধু’ মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের (Naveen Patnaik) অসুস্থতা নিয়ে। বুধবার বারিপদার সভায় তিনি দাবি করেন, নবীনের স্বাস্থ্যের ‘দ্রুত গুরুতর অবনতি’ হচ্ছে। কিন্তু কেন?

উত্তর দেন মোদি নিজেই। তিনি জানান, ওড়িশার মুখ্যমন্ত্রীর অসুস্থতার নেপথ্যে কোনও চক্রান্ত রয়েছে কি না জানতে বিশদে তদন্ত প্রয়োজন। মোদির এই মন্তব্যের সঙ্গে চর্চায় ওড়িশা সরকারের অন্যতম ক্ষমতাবান আমলা তথা বিজেডি নেতা নেতা ভি কার্তিকেয়ন পান্ডিয়ান (V Karthikeyan Pandian)। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে আসে। যেখানে দেখা গিয়েছে, মঞ্চে বক্তৃতা দিচ্ছেন নবীন পট্টনায়ক। তাঁর হাত আচমকা কাঁপতে শুরু করে। দ্রুত নবীনের হাত ধরে সরিয়ে দেন পান্ডিয়ান। ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

Advertisement

 

[আরও পড়ুন: শত্রুর বুকে ভয় ধরিয়ে রাডার বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ, আরও শক্তিশালী ভারত

মাঝে ওড়িশায় প্রচারে গিয়ে পান্ডিয়ানের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর সচিবালয় দখলের অভিযোগ করেছিলেন মোদি। এবারও বিজেপির সভায় ইঙ্গিতবাহী মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, নবীনের শুভাকাঙ্ক্ষীরা উদ্বিগ্ন। গত এক বছরে তাঁর স্বাস্থ্যের ক্রমাগত অবনতি হয়েই চলেছে। বর্তমানে তিনি নিজে কিছুই করতে পারেন না। এর পরেই চাঞ্চল্যকর প্রশ্ন তোলেন মোদি, “নবীনবাবুর শারীরিক অবস্থার অবনতির পিছনে কোনও ষড়যন্ত্র আছে কি না। নবীনবাবুর নামে ওড়িশায় পর্দার আড়ালে থেকে ক্ষমতা ভোগ করা গোষ্ঠীর কোনও হাত আছে কি না।’’

 

[আরও পড়ুন: পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রার চেয়ে ৪.৪ ডিগ্রি কম, তপ্ত রেকর্ড গড়েই স্বস্তির বৃষ্টি দিল্লিতে]

প্রসঙ্গত, আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত আইএএস পান্ডিয়ান বরাবর নবীনের ‘গুড বুকে’ ছিলেন। ২০১১ সালে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব হন। টানা ১২ বছর ওড়িশার সচিবালয়ের শেষ কথা হয়ে উঠেছিলেন। পরবর্তীকালে চাকরিতে ইস্তফা দিয়ে শাসকদল বিজেডিতে যোগ দেন। ওড়িশার সার্বিক উন্নয়নে ‘ফাইভ টি’ প্রকল্পের চেয়ারম্যান হন। এখন সেই নবীন ঘনিষ্ঠের বিরুদ্ধেই ষড়যন্ত্রের অভিযোগ উঠছে। তাও আবার অভিযোগ করছেন খোদ প্রধানমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement