Advertisement
Advertisement

Breaking News

PM Modi

বাজেট অধিবেশনেই লোকসভার প্রচারের সুর, মোদির মুখে ‘রাম রাম’ সম্ভাষণ

আগামী দিনেও মোদির মুখে বারবার শোনা যেতে পারে এই রামনাম।

PM Modi says Ram Ram before entering Lok Sabha | Sangbad Pratidin

ফাইল চিত্র।

Published by: Subhajit Mandal
  • Posted:January 31, 2024 5:24 pm
  • Updated:January 31, 2024 5:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিত্রো, ভাইয়ো অউর বেহেনো বা মেরে প্যারে দেশবাসী বা পরিবারজন নয়। লোকসভার বাজেট অধিবেশনের প্রথম দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শোনা গেল নতুন সম্ভাষণ। বাজেট অধিবেশনের আগে সংসদে ঢোকার মুখে মোদি ভাষণের শুরুটা করলেন ‘রাম রাম’ বলে। রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠার ৯ দিন পরে মোদির (Narendra Modi) মুখে এই রামনাম বিশেষ তাৎপর্যপূর্ণ।

প্রধানমন্ত্রী মোদি সাধারণত তাঁর বক্তৃতা শুরু করেন দেশবাসীকে ‘মিত্র’ বা ‘সাথী’ বা ‘পরিবারজন’ বলে সম্বোধন করে। ইদানিং ‘পরিবারজন’ শব্দটির ব্যবহার বেড়েছে অতিমাত্রায়। এমনকী অযোধ্যায় মন্দির উদ্বোধনের দিনও মোদির মুখে ওই পরিবারজন শব্দটিই শোনা গিয়েছিল। কিন্তু বাজেট অধিবেশনের আগে সংসদে ঢোকার মুখে মোদির সম্ভাষণেও চলে এল ‘রাম রাম’। বুধবার প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে হাতজোড় করে বললেন, ‘রাম রাম’।

Advertisement

[আরও পড়ুন: রাজবংশী মুখের পর এবার কি কীর্তন শিল্পী? বাংলায় বিজেপির রাজ্যসভার প্রার্থী কে?]

উত্তর ভারতের রাজ্যগুলিতে এমনিতে কারও সঙ্গে সাক্ষাৎ করলে রাম রাম সম্ভাষণ করা হয়। তবে দেশের বাকি অংশে সেভাবে প্রচলিত নয় এই সম্ভাষণ। রামমন্দির (Ram Mandir) উদ্বোধনের পর মোদি এবার পুরোদস্তুর রাম রাজনীতির মুডে। সম্ভবত সেকারণেই তাঁর মুখেও এবার শোনা যাচ্ছে গোবলয়ের ওই সম্ভাষণ।

[আরও পড়ুন: বাজেট অধিবেশনেই CAA লাগুর পরিকল্পনা! কোন পথে হাঁটছে কেন্দ্র?]

ওয়াকিবহাল মহল মনে করছে, ২০২৪ লোকসভা নির্বাচন যত এগিয়ে আসবে, তত বিজেপির এই রামনামের প্রবণতা বাড়বে। বিজেপি (BJP) এবং মোদি এখন খুল্লমখুল্লাই রামের নামে ভোট চাইবে। মন্দির উদ্বোধনের পর মন্দির নিয়ে যে আবেগের উদ্রেক দেশজুড়ে বিশেষ করে উত্তর ভারতে হয়েছে, সেটা পুরোদস্তুর ব্যবহার করতে চায় গেরুয়া শিবির। সেকারণেই, মোদির সম্ভাষণে বদল। আগামী দিনে জনসভা বা ভোটের প্রচার সভাগুলিতেও মোদির মুখে এই রাম রাম বারবার শোনা যেতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement