সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষে ফের আতঙ্ক বাড়াচ্ছে করোনা (Coronavirus)। লকডাউনের আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ। এর মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বছরের শেষ ‘মন কি বাত’-এ অনুষ্ঠানেও উঠে এল করোনার কথা। খোদ প্রধানমন্ত্রী আমজনতাকে মাস্ক পরতে, নিয়মিত হ্যান্ড স্যানেটাইজার ব্যবহার করে হাত ধোওয়ার পরামর্শ দিলেন।
রবিবার ছিল প্রধানমন্ত্রীর ৯৬তম মন কি বাত (Mann ki Baat)। বছর শেষের মন কি বাতে করোনা পরিস্থিতি নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী। মোদির কথায়, “বিশ্বের বেশকিছু দেশে করোনা বাড়়ছে। আমাদের সতর্ক থাকতে হবে। মাস্ক পরুন, হাত পরিস্কার করুন।” তাঁর আরও সংযোজন, “করোনার বিরুদ্ধে মোকাবিলার জন্য আয়ুর্বেদে বিশ্বাস রাখুন। উৎসবে আনন্দে মাতুন কিন্তু সতর্ক থাকুন।”
We are seeing that Covid cases are rising in many countries in the world. We need to remain careful & wear masks & wash our hands: PM Modi in Mann Ki Baat pic.twitter.com/L4quCZhoYL
— ANI (@ANI) December 25, 2022
উল্লেখ্য, ওমিক্রনের নয়া প্রজাতি BF.7-এর সংক্রমণ নিয়ে বাড়ছে উদ্বেগ। প্রথমবারের মতো এবারও আতঙ্কের উৎস সেই চিন (China)। সেখানে দিনে লাখো মানুষের সংক্রমণের তথ্য মিলছে। এরপর ভারতও তড়িঘড়ি জরুরি বৈঠক করে কোভিড মোকাবিলার ব্লু প্রিন্ট ছকে ফেলেছে। ইতিমধ্যে একাধিকবার সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা সেরেছেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
এদিনের ‘মন কি বাতে’ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রতিও সম্মান জানিয়েছেন। উঠে এসেছে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা। যোগাভ্যাস রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করছে। প্রধানমন্ত্রীর মতে, যোগাভ্যাস ১৫ শতাংশ রোগীর রোগ ফিরে সম্ভাবনা কমিয়েছে।
Former PM Atal Bihari Vajpayee took India to newer heights in every sector including education, foreign policy and the field of infrastructure: PM Modi in Mann Ki Baat pic.twitter.com/iM5HZWSZGO
— ANI (@ANI) December 25, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.