Advertisement
Advertisement

Breaking News

G-20 Summit

জি-২০ মঞ্চে বিনিয়োগ বার্তা মোদির, চিনকে টেক্কা দিয়ে আসরে ভারত!

ব্রিকসের মঞ্চেও মোদি তুলে ধরেছেন ভারতের উজ্জ্বল ভবিষ্যতের কথা।

PM Modi says India will be the third largest country in the world। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:August 24, 2023 11:27 am
  • Updated:August 24, 2023 11:27 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জি-২০ মঞ্চে অন্যান্য দেশগুলিকে ভারতে বিনিয়োগের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভবিষ্যতে বিশ্ব অর্থনীতিতে অন্যতম শক্তিশালী দেশ চিনকে টেক্কা দিতেই এই উদ্যোগ ভারতের। আন্তর্জাতিক মঞ্চে বিশ্ব অর্থনীতিতে তৃতীয় শক্তিধর দেশ হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে ভারত বলে ঘোষণা করেন ‘আত্মবিশ্বাসী’ মোদি।  

বিগত কয়েক বছরে বিভিন্ন ক্ষেত্রে প্রভুত উন্নতি করেছে ভারত। ফলে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে উচ্ছ্বসিত মোদি। আগামী মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ শীর্ষ সম্মেলন। যার নেতৃত্ব দিচ্ছে ভারত। নয়াদিল্লিতে বিভিন্ন সদস্য দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে বসবে চাঁদের হাট।  এই আবহে এদিন জোহানেসবার্গ থেকে ভারচুয়ালি জি-২০-র মঞ্চে বিভিন্ন দেশগুলিকে বিনিয়োগের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

Advertisement

মোদি বলেন, “ভারত স্থিতিশীল দেশ। আমরা আগামী কয়েক বছরের মধ্যে বিশ্ব অর্থনীতিতে ভারতকে তৃতীয় শক্তিশালী দেশে পরিণত করার শপথ নিয়েছি। বর্তমানে করোনা অতিমারী ও ইউক্রেনের যুদ্ধের প্রভাবে গোটা বিশ্ব আর্থিক মন্দায় ভুগছে। জি-২০র লক্ষ্য হল এই আবহে বিশ্ব অর্থনীতিকে শক্তিশালী করতে সমস্ত দেশের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলা। গত কয়েক বছরে ভারত অর্থনীতিতে প্রভুত উন্নতি করেছে, আগামিদিনেও দ্রুত উন্নতি করবে। ফলে বিনিয়োগের আদর্শ স্থান আমাদের দেশ।”   

গত মঙ্গলবার থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ব্রিকস জোটের পঞ্চদশ শীর্ষ সম্মেলন। যেখানে যোগ দিয়েছেন মোদি। গতকাল এই সম্মেলনের দ্বিতীয়দিনে তিনি তুলে ধরেন ভারতের উজ্জ্বল ভবিষ্যতের কথা। আশাবাদী কণ্ঠে তিনি বলেন, “বিশ্ব অর্থনীতিতে চাপানউতোর চলা সত্ত্বেও ভারত দ্রুত উন্নয়নের পথে দ্রুত এগিয়ে চলেছে। সকল ভারতীয় একজোট হয়ে ২০৪৭-এর মধ্যে ভারতকে বিশ্বের আঙ্গিনায় উন্নত দেশে পরিণত করবে। আজ ইউপিআইয়ের একটি ক্লিকেই সরকারের সমস্ত প্রকল্প দেশের সকল নাগরিকের কাছে পৌঁছে যাচ্ছে।” 

[আরও পড়ুন: টমেটো, পিঁয়াজের পর চিনির দামেও আগুন লাগার সম্ভাবনা, আশঙ্কায় বড় পদক্ষেপ কেন্দ্রের]

প্রসঙ্গত, ভারতে অন্যান্য দেশের বিনিয়োগ নিয়ে বরাবরই আশাবাদী প্রধানমন্ত্রী মোদি। গত জুন মাসে তাঁর আমেরিকার সফরে ভারতে বড়সড় বিনিয়োগের ঘোষণা করেছিল মার্কিন টেক জায়ান্টগুলি। গুগলের সিইও সুন্দর পিচাই জানিয়েছিলেন, “আমেরিকায় মোদির সঙ্গে দেখা হওয়ায় আমি আপ্লুত। প্রধানমন্ত্রীকে জানিয়েছি যে ভারতের ডিজিটাল খাতে ১০ বিলিয়ান মার্কিন ডলার বরাদ্দ করেছে গুগল। তাই এবার গুজরাটে গ্লোবাল ফিনটেক অপারেশন সেন্টার খোলা হবে।” মোদির প্রশংসা করে পিচাই বলেন, “ডিজিটাল নিয়ে মোদির চিন্তাভাবনা সময়ের চেয়ে অনেকখানি এগিয়ে। অন্য দেশের কাছে ভারত দৃষ্টান্ত তৈরি করেছে।”

উল্লেখ্য, বিশ্ব অর্থনীতিতে অন্যতম শক্তিশালী দেশ চিন। বিশ্বে ‘ম্যানুফেকচারিং হাব’ হিসাবে পরিচিত জিংপিনয়ের দেশ। এবার কমিউনিস্ট দেশটিকে টেক্কা দিতেই আসরে নামছে ভারত। এমনটাই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

[আরও পড়ুন: চন্দ্রযান তিনের ঐতিহাসিক সাফল্যের শুরু ২০০৮-এ, কীভাবে জানেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement