সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিটি নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেটা ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগের কথা। বিদেশের ব্যাঙ্কে থাকা দেশের কালো টাকা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও আজও তা পূরণ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার তিনি দিলেন নতুন প্রতিশ্রুতি। জানিয়ে দিলেন, আর্থিক দুর্নীতি মামলায় ইডির বাজেয়াপ্ত পড়া টাকা কীভাবে দেশের জনতার কাছে পৌঁছে দেওয়া যায়, তা নিয়ে চিন্তাভাবনা করছে তাঁর সরকার।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই সম্ভাবনার কথা তুলে ধরতে দেখা যায় মোদিকে। তিনি বলেন, ”আমি এই নিয়ে ভাবনাচিন্তা করছি। কেননা আমি হৃদয় থেকে চাই গরিবের যে টাকা এরা লুঠ করেছে নিজেদের ক্ষমতার অপব্যবহার করে, সেটা তাদের কাছে ফিরিয়ে দিতে। যদি কোনও আইনি সম্ভাবনা থাকে আমি করবই। এই মুহূর্তে আমি আইন বিশেষজ্ঞদের দলের সঙ্গে কথা বলছি। বিচারব্যবস্থার কাছে প্রশ্ন রেখেছি, ওই টাকাগুলোর কী হতে পারে, সে ব্যাপারে পরামর্শ দিতে।”
এমনকী, দেশের নতুন ন্যায় সংহিতায় এই সংক্রান্ত একটা সম্ভাবনা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। মনে করিয়ে দেন, আর্থিক দুর্নীতি মামলাগুলোতে সব মিলিয়ে কেন্দ্রীয় সংস্থার হাতে জমা পড়েছে ১.২৫ লক্ষ কোটি টাকা! আলাদা করে বাংলা, কেরল ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের চাকরির বিনিময়ে জমি সংক্রান্ত দুর্নীতির কথা উল্লেখ করেছেন মোদি (PM Modi)।
পাশাপাশি মোদির দাবি, কংগ্রেস আমলে ইডি কার্যত নিষ্ক্রিয় ছিল। কিন্তু ২০১৪ সালে মোদি সরকার দেশের মসনদে বসার পরই তারা সক্রিয় হয় ওঠে। প্রসঙ্গত, ইডি-র ক্ষমতায় বৃহস্পতিবার রাশ টেনেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এদিন শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, আর্থিক তছরুপের মামলায় বিশেষ আদালত হস্তক্ষেপ করলে অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে না ইডি (Enforcement Directorate)। বিশেষ আদালতে বিচারাধীনকে হেফাজতে নিতে হলে অনুমতি লাগবে। তার পরই আটক বা গ্রেপ্তারির প্রশ্ন উঠবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.