Advertisement
Advertisement
PM Modi

‘আমাকেও নাচতে দেখা গিয়েছে’, ডিপফেক ভিডিও নিয়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর

রশ্মিকার ডিপফেক ভিডিওয় উদ্বিগ্ন মোদি!

PM Modi says
Published by: Biswadip Dey
  • Posted:November 17, 2023 2:27 pm
  • Updated:November 17, 2023 2:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রশ্মিকা মান্দানার ডিপফেক ভিডিও ঘিরে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। ডিপফেক এআই প্রযুক্তি দিয়ে তৈরি ভিডিও নতুন করে সাইবার ক্রাইমের প্রতি মানুষের ভয় বাড়িয়ে দিয়েছে। এবার এই নিয়ে প্রতিক্রিয়া জানালেন খোদ প্রধানমন্ত্রী। বললেন, ”আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই সময়ে প্রযুক্তি ব্যবহারে আরও দায়িত্ববান হতে হবে।” মোদি জানাচ্ছেন, চ্যাটজিপিটি টিমকে তিনি ডিপফেক ভিডিও দেখলেই নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। কোনও ভাবেই যেন এই ধরনের ভিডিও ছড়িয়ে না পড়ে, সে ব্যাপারে সতর্ক করতেও দেখা গিয়েছে তাঁকে।

দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দিওয়ালির অনুষ্ঠানে এসেছিলেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। সেখানেই তাঁকে ডিপফেক ভিডিওকে ‘উদ্বেগজনক’ বলতে শোনা যায়। তিনি সংবাদমাধ্যমের কাছে আর্জি জানান, মানুষকে এই বিষয়ে আরও অবগত করার জন্য। এমনকী তাঁরও যে এই ধরনের ভিডিও তৈরি করা হচ্ছে, সেকথাও জানান প্রধানমন্ত্রী। একটি ভিডিওর উল্লেখ করেছেন তিনি, যেখানে মোদিকে এক মহিলার সঙ্গে গরবার নাচ করতে দেখা গিয়েছে। এপ্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য, তিনি তরুণ বয়সের পর আর গরবা নাচ করেননি।

Advertisement

[আরও পড়ুন: পাঁচ বছর নয়, বিনামূল্যে রেশন ৩১ ডিসেম্বর পর্যন্ত! কেন্দ্রের বিজ্ঞপ্তিতে ধন্দ]

প্রসঙ্গত, হঠাৎ করেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয় রশ্মিকা মান্দানার বিকৃত ভিডিও। ইন্টারনেট দুনিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়ে দাবানলের মতো। গোটা ঘটনায় রীতিমতো বিরক্তি প্রকাশ করেন খোদ রশ্মিকাও। এমনকী একই ঘটনার শিকার ক্যাটরিনা কাইফ, কাজলও। ফলে উদ্বেগ বেড়েই চলেছে। গত সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরও এই ধরনের ভিডিও নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন। জানিয়ে দেন, যে কোনও ধরনের ভুয়ো তথ্য ছড়ানো আটকানো অনলাইন মঞ্চগুলির আইনি বাধ্যতা। এবার এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেন মোদিও।

[আরও পড়ুন: চব্বিশের প্রস্তুতি, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে শুরু বিধানসভা নির্বাচন, নজরে মহিলা ভোট]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement