Advertisement
Advertisement

Breaking News

Modi

মহামারীতেও ৮% অর্থনৈতিক বৃদ্ধি, রেকর্ড বিদেশি বিনিয়োগ, বছর শুরুতে জানালেন প্রধানমন্ত্রী

বেড়েছে GST সংগ্রহ, জানালেন প্রধানমন্ত্রী মোদি।

PM Modi Says Country's Economy Growing At Over 8%, Foreign Investments At Record High | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:January 1, 2022 7:58 pm
  • Updated:January 1, 2022 7:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Covid) আবহে দেশবাসীকে অভয়বাণী শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বললেন, নতুন বছরে দেশের উন্নয়নের গতি বাড়ানো প্রয়োজন, করোনার ফলে বেশ কিছু ক্ষেত্রে উন্নয়নের গতি বাধাপ্রাপ্ত হয়েছে। তথাপি মহামারীর চ্যালেঞ্জগুলি বাধা হয়ে দাঁড়াবে না দেশের সার্বিক উন্নয়নে। এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, একদিকে যেমন করোনার বিরুদ্ধে লড়াইয়ে সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের, সেই সঙ্গে জাতীয় স্বার্থের দিকেও নজর দিতে হবে।

শনিবার ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ নিধি (PM-KISAN Scheme) কর্মসূচির আওতায় কৃষকদের দশম কিস্তির অনুদান দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেখানেই করোনা মহামারীর মধ্যেও ২০২১ সালে দেশের অর্জনের কথা দেশবাসীর সঙ্গে ভাগ করে নেন তিনি। স্বাস্থ্য, প্রতিরক্ষা, কৃষি, স্টার্ট আপ, পরিকাঠামো উন্নয়নে দেশের অগ্রগতির কথা জানান প্রধানমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: একে-৪৭-এর গুলি, ভয়াবহ বিস্ফোরণেও লাগবে না আঁচড়! চমকে দেবে মোদির ১২ কোটির গাড়ি]

প্রধানমন্ত্রী বলেন, “২০২১ সালটা করোনা মহামারীর মধ্যেও দেশের লড়াই স্মরণীয় হয়ে থাকবে। এইসঙ্গে বিভিন্ন বিষয়ে উন্নয়নমূলক পদক্ষেপও করা হয়েছে।” পাশাপাশি ১৪৫ কোটি করোনা টিকা দেওয়ার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। দেশে বিভিন্ন ক্ষেত্রে আধুনিক পরিকাঠামো গড়ে উঠেছে বলেও দাবি করেন তিনি। বলেন, “উন্নয়নের ধারাকে আরও গতি দিতে হবে আমাদের। করোনা চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে আমাদের, কিন্তু উন্নয়নের গতিকে রুখতে পারবে না।”

নতুন বছর ২০২২ সালের প্রথম ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারতের অর্থনীতি ৮ শতাংশের বেশি হারে বৃদ্ধি পাচ্ছে। এইসঙ্গে রেকর্ড বিদেশি বিনিয়োগও সম্ভাবনাও তৈরি হয়েছে। জাতীয় কোষাগারে বেড়েছে বিদেশি মূদ্রার পরিমাণ, বেড়েছে জিএসটি সংগ্রহও।

[আরও পড়ুন: কানপুরে মেট্রো সফর মোদির, উদ্বোধন করলেন ১১ হাজার কোটি টাকার প্রকল্পের]

উল্লেখ্য, নতুন বছরের প্রথম দিনে দেশের কৃষকদের উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায় ১০ কোটি ৯ লক্ষ কৃষকদের সাহায্যের জন্য ২০ হাজার ৯০০ কোটি টাকা কৃষকদের নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়ার কর্মসূচির সূচনা করলেন প্রধানমন্ত্রী মোদি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement