সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজেট অধিবেশনের আগে বেনজির দৃশ্য সংসদ চত্বরে। অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে দাঁড়িয়েই মহালক্ষ্মীর মন্ত্র স্তব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
#WATCH | Delhi | PM Modi says, “Ahead of the Budget Session, I bow down to Maa Lakshmi, the goddess of wealth and prosperity…” pic.twitter.com/ykEHkiid1n
— ANI (@ANI) January 31, 2025
আজ থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু। শনিবার তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার আগে আজ সংসদের দুই কক্ষের সদস্যদের সামনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির ভাষণের আগে প্রধানমন্ত্রী বললেন, “যে কোনও ধরনের বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা মা লক্ষ্মীকে স্মরণ করি। আজও আমি সেটাই করতে চাই। মা লক্ষ্মী গরিব এবং মধ্যবিত্তদের উপর সদয় হন, এটাই প্রার্থনা।” এরপরই মহালক্ষ্মীর মন্ত্র আওরাতে শোনা যায় প্রধানমন্ত্রীকে।
লক্ষ্মী স্তবের পর মোদি বলেন, “দেশবাসী আমাকে তৃতীয়বারের জন্য তাঁদের স্বপ্নপূরণের উদ্দেশ্য়ে কাজ করার সুযোগ দিয়েছেন, তাতে আমি আপ্লুত। আগামী ২৫ বছর সমৃদ্ধ ভারতের জন্য গুরুত্বপূর্ণ। স্বাধীনতার শতবর্ষে বিকশিত ভারতের স্বপ্নপূরণের সংকল্প নিয়েছে এই সরকার। এবারের বাজেট সেই সংকল্প পূরণের লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে যাবে। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম, এটাই আমাদের লক্ষ্য। এবারের বাজেট নতুন ভারতের স্বপ্নপূরণের বাজেট হতে চলেছে।”
প্রধানমন্ত্রীর ঘোষণা, “এবারের বাজেট দেশবাসীর জন্য নতুন বিশ্বাসের সোপান হতে চলেছে। নারীশক্তির পুনঃজাগরণের উদ্যোগ নেওয়া হবে। আমাদের দেশে যুবশক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার শতবর্ষে দেশের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাঁরাই নেবেন। তাঁরা যখন ৪০-৫০ বছর বয়সে যাবেন, তাঁরা লাভবান হবেন।” মোদির কথায়, ভারতের শক্তি গোটা বিশ্বে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছে। স্বাধীনতার শতবর্ষে পূর্ণরূপে বিকশিত ভারতের আত্মপ্রকাশ হবে। সেই লক্ষ্যেই এগোচ্ছে তাঁর সরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.