সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ভারত-অস্ট্রেলিয়ার আগুনে দ্বৈরথের উত্তাপ এবার ছড়িয়ে পড়ল দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যেও। সোশাল মিডিয়ায় একে অপরকে ট্যাগ করে ‘ক্রিকেটীয় যুদ্ধ’ শুরু করে দিলেন নরেন্দ্র মোদি এবং অ্যান্থনি অ্যালবানিজ। উল্লেখ্য, পাঁচ টেস্টের সিরিজে ইতিমধ্যেই ১-০ এগিয়ে গিয়েছে ভারত।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন অজি প্রধানমন্ত্রী। পার্লামেন্টে বিশেষ বক্তৃতা দেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। তিনিই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন দলের প্রত্যেক সদস্যের। ভারতীয় দলের সঙ্গে কথা বলতে গিয়ে অ্যালবানিজ জানান, ম্যাচ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কথা হয়েছে তাঁর। পার্লামেন্টেই বিরাট কোহলির সঙ্গে রসিকতায় মেতে ওঠেন অজি প্রধানমন্ত্রী। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
তার পরে নিজের এক্স হ্যান্ডেলে অ্যালবানিজ লেখেন, ” প্রধানমন্ত্রী একাদশ মানুকা ওভালে বেশ কড়া চ্যালেঞ্জের মুখে পড়বে। তবে আমি প্রধানমন্ত্রী মোদিকে বলেছি, এই ম্যাচ জিততে অজিদের সমর্থন করব।” মোদিকে নিজের পোস্টে ট্যাগ করেন অজি প্রধানমন্ত্রী। সেই পোস্টেই রিপ্লাই করেন মোদিও। প্রধানমন্ত্রী বলেন, “ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে আমার প্রিয় বন্ধু অ্যান্থনি অ্যালবানিজকে দেখে খুব ভালো লাগল। ভারতীয় দল দারুণভাবে সিরিজটা শুরু করেছে। ১৪০ কোটি ভারতীয় গলা ফাটাচ্ছে মেন ইন ব্লু-এর জন্য। পরের ম্যাচগুলো আরও উত্তেজক হবে, দেখার অপেক্ষায় আছি।”
পারথ টেস্টের পর আপাতত ক্যানবেরায় পৌঁছেছে টিম ইন্ডিয়া। শনিবার থেকে সেখানে অজি প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। সেখান থেকে রোহিতরা যাবেন অ্যাডিলেডে। আগামী ৬ ডিসেম্বর থেকে সেখানে দিনরাতের টেস্ট খেলতে নামবে দুই দল। সাধারণ ক্রিকেটপ্রেমীদের মতোই সেই ম্যাচ নিয়ে উত্তেজিত দুই দেশের প্রধানমন্ত্রীও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.