সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মন কি বাত’-এ মহাত্মা গান্ধীর শরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তুলে আনলেন তাঁর আর্দশের কথা। তাঁর জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে খাদির বিকিকিনির উপর জোর দিলেন তিনি। পাশাপাশি, নদীর দূষণ রোধ নিয়েও বার্তা দিলেন প্রধানমন্ত্রী।
রবিবার ছিল প্রধানমন্ত্রীর ৮১ তম ‘মন কি বাত’ (Mann Ki Baat)। সেই অনুষ্ঠানে গান্ধীজির আদর্শ নিয়ে চর্চা করেন তিনি। মোদির কথায়, “মহাত্মা গান্ধীর আদর্শই দেশকে চলার পথ দেখাচ্ছে। তাঁর আদর্শই দেশের ভবিষ্যৎ।” পাশাপাশি তাঁর জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে খাদির কাপড় কেনার ডাকও দেন তিনি। বলেন, “২ অক্টোবর বাপুর জন্মবার্ষিকী। ওই দিনটিকে স্মরণীয় করে রাখতে খাদির পোশাক কিনুন। স্মরণীয় করে রাখুন দিনটিকে।”
Let us buy Khadi products and mark Bapu’s Jayanti with great fervour on October 2: PM Narendra Modi on Mann Ki Baat pic.twitter.com/QiMBOKOwsN
— ANI (@ANI) September 26, 2021
শুধু খাদির পোশাক বা আদর্শ নয়, ‘স্বচ্ছ ভারত মিশনে’র কথা বলতে গিয়েও সেই মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) বাণীকেই হাতিয়ার করেন প্রধানমন্ত্রী। বলেন, “স্বচ্ছতার কথা প্রথম বলেছিলেন বাপু। স্বচ্ছতাকে গণ আন্দোলনে পরিণত করেছিলেন। এমনকী, স্বাধীনতা আন্দোলনের সঙ্গেও জুড়ে দিয়েছিলেন এই ভাবনাকে।” গান্ধীজির কথা তুলে ধরেই স্বচ্ছ ভারত মিশনের প্রচার করলেন তিনি। বিশ্ব নদী দিবসের আগেই জোর দিলেন নদীগুলিকে দূষণমুক্ত করার বিষয়। প্রধানমন্ত্রীর মতে, ” নদীর স্বচ্ছতা ফেরানোর কাজ চলছে। এই কাজে ব্যাপক সহায়তা করছে প্রযুক্তি। একমাত্র জনসচেতনতার মাধ্যমেই নদী দূষণ দূর করা সম্ভব।” এ নিয়ে তাঁর নিজস্ব উদ্যোগের কথাও তুলে ধরলেন প্রধানমন্ত্রী।
‘Bapu’ (Mahatma Gandhi) was a proponent of cleanliness, he made cleanliness a mass movement and associated it with the dream of independence: PM Narendra Modi on Mann Ki Baat pic.twitter.com/tIRiVRfVIX
— ANI (@ANI) September 26, 2021
বিভিন্ন সময় মোদিকে একাধিক উপহার দিয়েছেন বহু বিশিষ্ট মানুষ। সেই উপহারগুলির ই-নিলাম করছেন প্রধানমন্ত্রী। নিলাম থেকে প্রাপ্ত সেই অর্থ প্রধানমন্ত্রীর স্বপ্নের নমামি গঙ্গে প্রকল্পে ব্যয় করা হবে। তিনি জানান, আমার প্রাপ্ত উপহারের নিলাম চলছে। সেই ই-নিলাম থেকে যা অর্থ পাব, তা নমামি গঙ্গে প্রকল্পে ব্যবহৃত হবে।”
A special ‘E-auction’ of gifts I received is underway, these days. The proceeds from that will be dedicated to the ‘Namami Gange’ campaign: PM Narendra Modi on ‘Mann Ki Baat’ pic.twitter.com/hy2wyl8gp3
— ANI (@ANI) September 26, 2021
সামনেই উৎসবের মরসুম। এর মধ্যে চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। তাই পুজোর মরসুমে কোভিডবিধি মেনে চলার আবেদন জানান প্রধানমন্ত্রী। বললেন, “উৎসবের মরসুম আসছে। আনন্দ করুন, কিন্তু করোনাবিধি মেনে চলতে ভুলবেন না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.