নিজস্ব চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামমন্দির (Ram Mandir) উদ্বোধন উপলক্ষে বিশেষ পোস্টেজ স্ট্যাম্প প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও বিশ্বের নানা প্রান্তে ভগবান রামের ছবি দিয়ে যত স্ট্যাম্প প্রকাশিত হয়েছে, সবগুলোর সংকলন করে একটি বইও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন (Ram Mandir Inauguration) উপলক্ষে সাজ সাজ রব গোটা দেশজুড়ে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার ধর্মীয় আচার।
#WATCH | Prime Minister Narendra Modi releases Commemorative Postage Stamps on Shri Ram Janmbhoomi Mandir and a book of stamps issued on Lord Ram around the world.
Components of the design include the Ram Mandir, Choupai ‘Mangal Bhavan Amangal Hari’, Sun, Sarayu River and… pic.twitter.com/X2eZXJzTKz
— ANI (@ANI) January 18, 2024
রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজেই। তার জন্য কঠোর সংযমের পথে হাঁটছেন মোদি (Narendra Modi)। উদ্বোধনের চারদিন আগে তিনি প্রকাশ করলেন রামমন্দিরের বিশেষ স্ট্যাম্প। স্মারক হিসাবেই ব্যবহৃত হবে এই নতুন স্ট্যাম্প। বিশেষ স্ট্যাম্পের নকশায় রয়েছে সূর্য আর সরযূ নদীর ছবি। এছাড়াও রামমন্দিরের গায়ে যেসমস্ত ভাস্কর্য রয়েছে সেগুলোর ছবিও তুলে ধরা হয়েছে নতুন স্ট্যাম্পে। রামমন্দিরের ছবিও স্ট্যাম্পে রাখা হয়েছে। নতুন স্মারক স্ট্যাম্পের পাশাপাশি একটি বইও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বিশ্বের নানা প্রান্তে আজ পর্যন্ত রামকে নিয়ে যত স্ট্যাম্প প্রকাশিত হয়েছে, সমস্তগুলোর সংকলন রয়েছে এই বইতে।
এই স্ট্যাম্প প্রকাশের পরে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা দেন প্রধানমন্ত্রী। রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অভিযানে অংশ নেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মোদি। স্ট্যাম্প প্রকাশের পরে দেশবাসী ও বিশ্বের সমস্ত রামভক্তকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, এদিন মোট ৬টি স্মারক স্ট্যাম্প প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
#WATCH | Prime Minister Narendra Modi says “Today, I got the opportunity to join another event organised by Shri Ram Mandir Pran Pratishtha Abhiyan. Today, 6 Commemorative Postage Stamps on Shri Ram Janmbhoomi Mandir and an album of stamps issued on Lord Ram around the world have… https://t.co/cgSOT6MGZy pic.twitter.com/QmdB0PrGrL
— ANI (@ANI) January 18, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.