সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক গুচ্ছ হুমকি। যার জেরে সারা দেশে কঠোর করা হল নিরাপত্তা। সতর্ক করা হল নিরাপত্তা এজেন্সিগুলোকে। উড়ো ই-মেলে হুমকি দেওয়া হয়েছে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে মুক্তি দেওয়া না হলে এবং পাঁচশো কোটি টাকার দাবি মেটানো না হলে খুন করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামও।
জাতীয় নিরাপত্তা পরিষদের কাছে এসেছে একটি উড়ো ই-মেল। যেখানে প্রেরকের কথা না বলা থাকলেও দাবি জানানো হয়েছে বিষ্ণোইকে মুক্তি দেওয়ার। ফলে প্রেরক যে বিষ্ণোইয়ের অনুগামী এমনটাই মনে করছে পুলিশ ও গোয়েন্দারা। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির তরফে এই ই-মেল পাওয়ার পরেই সতর্ক করা হয়েছে মুম্বই পুলিশকে। নিরাপত্তা কঠোর করা হয়েছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের যেখানে ক্রিকেট বিশ্বকাপের পাঁচটি খেলা হতে চলেছে। যদিও হুমকি মেলে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে তবে সতর্কতা বাড়ানো হয়েছে সব স্টেডিয়ামেরই। অন্যদিকে, পুলিশের তরফে চেষ্টা চালানো হচ্ছে ই-মেলটি কোথা থেকে এসেছে তার উৎস খুঁজে বের করার। বৃহস্পতিবার মুম্বই পুলিশের কাছে এনআইএ-র তরফে সতর্ক থাকার বার্তা দিয়ে হুমকি ই’মেলটির বিষয়ে জানানো হয়েছে।
হুমকি ই-মেলে বলা হয়েছে, ‘ভারতে সব কিছুই বিক্রি হয় তাই আমরাও কিছু জিনিস কিনতে চাইছি। তোমাদের সরকারের কাছ থেকে পাঁচশো কোটি এবং লরেন্স বিষ্ণোই চাই। না হলে নরেন্দর মোদিকেও উড়িয়ে দেওয়া হবে, মোদি স্টেডিয়ামও উড়িয়ে দেওয়া হবে।’ যোগাযোগ করতে হলে ই-মেলের মাধ্যমেই যোগাযোগ করার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, অতীতে সলমন খানকে খুন করার হুমকি দেওয়া হয়েছিল লরেন্স বিষ্ণোইয়ের তরফে। পাঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালা খুন এবং কানাডার ওটাওয়ায় সুখদল সিংয়ের হত্যার দায় স্বীকার করে দাবি করেছে লরেন্স বিষ্ণোই। যদিও সুখদলের বিষয়ে পুলিশের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। কিন্তু ই-মেল পেয়েই সতর্ক হয়েছে সারা দেশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.