সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলোর উৎসবে হিমাচল প্রদেশের লেপচায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি (Diwali) পালন করতে চিনা সীমান্তের একেবারে কাছে প্রত্যন্ত এই গ্রামে গিয়েছেন তিনি। প্রতিবারই জওয়ানদের সঙ্গে দিওয়ালি পালন করেন প্রধানমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
নিজের এক্স হ্যান্ডলে ছবিগুলি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। লিখেছেন, ‘হিমাচল প্রদেশে লেপচায় পৌঁছেছি আমাদের বাহাদুর নিরাপত্তা বাহিনীর সঙ্গে দিওয়ালি পালন করতে।’
Reached Lepcha in Himachal Pradesh to celebrate Diwali with our brave security forces. pic.twitter.com/7vcFlq2izL
— Narendra Modi (@narendramodi) November 12, 2023
এর আগে রবিবার সকালেই দেশবাসীকে দিওয়ালির শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, ‘সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই। এই বিশেষ উৎসব সবার জীবনে বয়ে আনুক আনন্দ, সমৃদ্ধি। সবাই সুস্বাস্থ্যের অধিকারী হোক।’
গত বছর কার্গিলে সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি (Diwali) পালন করেছিলেন প্রধানমন্ত্রী (PM Modi)। তার আগে ২০২১ সালের দিওয়ালিতে তিনি ছিলেন জম্মু ও কাশ্মীরের নৌশেরা সেক্টরে। ২০১৯ সালে রাজৌরি জেলা ও ২০১৮ সালে উত্তরাখণ্ডে উৎসব পালন করতে দেখা গিয়েছিল মোদিকে। এবার তিনি হিমাচলে। সেনার সঙ্গে দীপাবলি পালন করার সময় মোদিকে দেখা যায় সেনারই পোশাক পরতে। এবারও তাঁর পরনে রয়েছে সেনার জলপাই রঙের উর্দি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.