Advertisement
Advertisement
PM Modi

মোদি করিশ্মায় ভাটা, সমর্থন নামল ৫০ শতাংশের নিচে! সমীক্ষায় বাড়ছে রাহুলের জনপ্রিয়তা 

এখন ভোট হলে কত আসন পাবে বিজেপি? তাও জানিয়েছে সমীক্ষা।

PM Modi Rating Falls Below 50% and Rahul Gandhi Front-Runner for Post-Modi PM
Published by: Kishore Ghosh
  • Posted:August 26, 2024 8:28 pm
  • Updated:August 26, 2024 9:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ লোকসভা ভোটের পর দেশের রাজনৈতিক চিত্র খানিক বদলেছে। একক সংখ্যা গরিষ্ঠতা হারিয়েছে বিজেপি। ভাটা পড়েছে ‘মোদি করিশ্মা’তেও। সাম্প্রতিক এক সমীক্ষা এমনটাই দাবি করেছে। যেখানে বলা হয়েছে, দেশের ৫০ শতাংশেরও বেশি ভোটদাতা নরেন্দ্র মোদির প্রতি আস্থা রাখছেন না! প্রধানমন্ত্রী হওয়া ইস্তক এই প্রথম মোদির ক্ষেত্রে এমনটা হল। অন্যদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জনপ্রিয়তা বাড়ছে বলেও দাবি করা হয়েছে সমীক্ষায়।

‘মুড অফ দ্য নেশন’ নামের এই সমীক্ষা চালিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। সেখানে বলা হয়েছে, লোকসভা ভোটের আগের তুলনায় মোদির প্রতি সমর্থন প্রায় সাড়ে সাত শতাংশ কমেছে। রাহুলের প্রতি সমর্থন বেড়েছে প্রায় ১১ শতাংশ। অন্যদিকে দল হিসেবেও সমর্থন কমেছে বিজেপির। ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষার দাবি, এখনই লোকসভা ভোট হলে বিজেপির ভোট ৩৮ শতাংশ থেকে কমে ৩৬.৬ শতাংশ হতে পারে। সমীক্ষার অঙ্ক বলছে, এখন ভোট হলে বিজেপি পাবে ২৪৪টি আসন। কংগ্রেস পেতে পারে ১০৬টি আসন। এছাড়াও মতামত সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল, মোদি জমানায় সিবিআই, ইডি, আয়কর বিভাগের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল কি না? ৪৬ শতাংশের উত্তর হ্যাঁ। ৩৮ শতাংশ ভোটদাতার দাবি, আগেও কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার হয়েছে।

Advertisement

 

[আরও পড়ুন: ত্রিপুরার কালীমন্দিরে দুষ্কৃতী হামলা, পালটা ক্ষোভের আগুনে পুড়ে ছাই ডজন খানেক বাড়ি]

উল্লেখ্য, দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্রে এই জনমত সমীক্ষা চালানো হয়। ১৫ জুলাই থেকে ১০ আগস্টের মধ্যে এক লক্ষ ৩৬ হাজার ৪৬৩ জনের মতামত নেওয়া হয়। এর মধ্যে সি ভোটার সরাসরি ৪০,৫৯১ জনের মত নিয়েছে। অন্য ভোটারেরা অনলাইনে তাঁদের অবস্থান জানিয়েছেন।

 

[আরও পড়ুন: ‘ব্যক্তিগত অভিমত’, কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনার বিতর্কিত মন্তব্যের পাশে নেই BJP

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement