Advertisement
Advertisement
Mallikarjun Kharge

রামমন্দিরে বুলডোজার বিতর্ক: ‘মোদির বিরুদ্ধে ব্যবস্থা নিন’, কমিশনকে আর্জি খাড়গের

এর আগেও অবশ্য কংগ্রেস মোদির বিরুদ্ধে উসকানির অভিযোগ তুলেছিল। তাতে বিশেষ লাভ হয়নি।

PM Modi provoking people, EC should take action: Mallikarjun Kharge
Published by: Subhajit Mandal
  • Posted:May 18, 2024 7:51 pm
  • Updated:May 18, 2024 8:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্য জনসভা থেকে উসকানিমূলক মন্তব্য করছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অভিযোগ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর দাবি, নির্বাচন কমিশনের উচিত অবিলম্বে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

শুক্রবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকিতে নির্বাচনী প্রচারে গিয়ে মোদি দাবি করেন, “সপার এক বর্ষীয়ান নেতা রামনবমীর দিন মন্তব্য করেছিলেন রাম মন্দিরের (Ram Temple) কোনও প্রয়োজন নেই। অন্যদিকে, কংগ্রেস (Congress) রাম মন্দির নিয়ে সুপ্রিম সিদ্ধান্তের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছিল। আসলে ওদের কাছে শুধু ওদের পরিবার ও ক্ষমতা প্রাধান্য পায়, আর কিছু না। যদি সপা ও কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে ওরা আবার রামলালাকে তাঁবুতে পাঠাবে এবং রামমন্দিরে বুলডোজার চালাবে।” শুধু তাই নয়, ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে মোদি বার্তা দেন, ‘মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছ থেকে শেখা উচিৎ বুলডোজার ঠিক কোথায় চালাতে হয়।’

Advertisement

[আরও পড়ুন: ‘না পোষালে পাকিস্তান চলে যান’, সংরক্ষণ ইস্যুতে লালুকে নিদান হিমন্তের]

যোগীর সেই মন্তব্যেই বিভাজন দেখছে কংগ্রেস। মল্লিকার্জুন খাড়গের বক্তব্য, “আমরা আজ পর্যন্ত বুলডোজার ব্যবহার করিনি। যাঁরা উস্কানিমূলক বক্তৃতা করেন, তাঁদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত। প্রধানমন্ত্রী নিজেই এমন করেছেন। উনি জনগণকে উসকানি দিচ্ছেন।” খাড়গের দাবি প্রধানমন্ত্রীর এই ধরনের উসকানিমূলক কথা বলা অনুচিত।

[আরও পড়ুন: ‘মেরে পাস মোদি হ্যায়’, পাকিস্তানের ‘পরমাণু বোমা’কে কাঁচকলা দেখিয়ে বার্তা শাহের]

তবে এখনও সরকারিভাবে কংগ্রেসের তরফে এ নিয়ে কোনও অভিযোগ করা হয়নি। এর আগে অবশ্য কংগ্রেস মোদির বিরুদ্ধে উসকানির অভিযোগ তুলেছিল। তাতে বিশেষ লাভ হয়নি। মোদির বিরুদ্ধে কোনও পদক্ষেপ এখনও করা হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement