সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবেমাত্র আধো আধো বুলি ফুটেছে মুখে। বয়স মোটে ৪ বছর। এর মধ্যেই সে বন্দে মাতরম (Vande Mataram) গেয়ে তাক লাগিয়ে দিয়েছে নেটিজেনদের। তাঁর সুরে কাবু হয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi)। শনিবার রাতে মিজোরামের সেই একরত্তির ভিডিও রিটুইট করে প্রশংসা করেছেন মোদি। আপাতত মিজো-কন্যার সেই গায়কীতেই মজে নেটিজেনরা।
মিজোরামের (Mizoram) এই মেয়ের নাম এসথার হনমতে (Esther Hnamte)। বয়স চার বছর। তার গলায় শোনা গিয়েছে বন্দে মাতরম। প্রথমে এই ভিডিওটি শেয়ার করেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরমাথাঙ্গ। পরে প্রধানমন্ত্রীও এই ভিডিওর ভূয়সী প্রশংসা করে তা নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন। সঙ্গে লেখেন, “অভূতপূর্ব এবং প্রশংসনীয়।” এসথার হনমতের গানে তিনি গর্বিত বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
Mesmerizing Esther Hnamte, a 4-years-old kid from Lunglei, Mizoram singing
Maa Tujhe Salaam; Vande Mataram https://t.co/at40H8j3zv pic.twitter.com/O1Nq2LxACK— Zoramthanga (@ZoramthangaCM) October 30, 2020
ইউটিউবে এসথারের একটি চ্যানেল রয়েছে। চ্যানেলটি নিয়মিত দেখেন সত্তর হাজারেরও বেশি মানুষ। ২৫ অক্টোবর সেখানে এই গানের ভিডিওটি আপলোড করা হয়। ভিডিও-তে দেখা যাচ্ছে, সাদা জামা, কালো স্কার্ট ও কলারের একটি রিবন লাগিয়ে গান গাইছে ছোট্ট এসথার। এই ভিডিওটি এখনও পর্যন্ত ৩৩.৬৭ লক্ষ মানুষ দেখেছেন। শেয়ারও হয়েছে প্রচুর। ভিডিও রসঙ্গে থাকা ক্যাপশনটিও মন কেড়েছে আপামর জনগণের। সেখানে লেখা হয়েছে, “প্রিয় ভাই বোনেরা, ভারতীয় হিসেবে গর্ববোধ করুন। এটা ভালবাসা, যত্ন ও স্নেহের দেশ। এখানে ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাচুর্য রয়েছে।”
Adorable and admirable! Proud of Esther Hnamte for this rendition. https://t.co/wQjiK3NOY0
— Narendra Modi (@narendramodi) October 31, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.