Advertisement
Advertisement

১৫ আগস্ট লালকেল্লার ভাষণ থেকেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি মোদির! ভাষণে জোর কীসে?

লালকেল্লা থেকে 'স্বপ্নের ফেরিওয়ালা' হতে পারেন মোদি।

PM Modi prepares for election speech in independence day | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 13, 2023 3:43 pm
  • Updated:August 13, 2023 3:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি লালকেল্লায় স্বাধীনতা দিবসের মঞ্চ থেকেই ২০২৪ লোকসভা নির্বাচনের দামামা বানিয়ে দেবেন? জল্পনা তেমনই। শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের ভাষণ হবে মূলত ত্রিমুখী। এক, অতীত ও দুর্নীতি নিয়ে কংগ্রেস এবং গান্ধী পরিবারকে আক্রমণ। দুই, নিজের সরকারের ৯ বছরের সাফল্য তুলে ধরা। এবং তিন, আগামী দিনে উন্নত ভারতের স্বপ্ন দেখানো।

সূত্রের খবর, নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী এক দিকে কংগ্রেসের (Congress) ইতিহাস এবং পূর্বতন শাসনকে আক্রমণ করবেন। তবে সবটাই সুচতুরভাবে। কোনওভাবেই ভাষণ যেন রাজনৈতিক না মনে হয়। অন্যদিকে উজ্বলা যোজনা থেকে শুরু করে আয়ুষ্মান ভারত পর্যন্ত মোদি সরকারের গত ৯ বছরের জনমুখী প্রকল্পের সাফল্য তুলে ধরা হবে। প্রকল্প ধরে ধরে বর্ণনা করবেন মোদি (Narendra Modi)।

Advertisement

[আরও পড়ুন: সন্ত্রাসবাদের নয়া ব্যাখ্যা কেন্দ্রের, ধরা পড়লে যাবজ্জীবন-ন্যূনতম ১০ লাখ জরিমানা, মিলবে না প্যারোলও]

এর বাইরে প্রধানমন্ত্রীর ভাষণে সবচেয়ে বেশি যেটা গুরুত্ব পাচ্ছে, সেটা হল ভবিষ্যতে উন্নত ভারত গড়ার স্বপ্ন দেখানো। মোদি লালকেল্লা থেকেই ভারতকে ২০২৯ সালের মধ্যে দেশকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেবেন। এবং ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসাবে গড়ে তোলার স্বপ্নও দেখাবেন। ১৫ অগস্ট ‘মেক ইন ইন্ডিয়া’র (Make In India) উপর জোর দিতে দেখা যাবে মোদিকে। বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত যে কতটা আত্মনির্ভর হয়ে উঠেছে, তার বিশদ বিবরণ থাকবে সেখানে।

[আরও পড়ুন: দেশবাসীকে ‘হর ঘর তেরঙ্গা’ অভিযানে শামিল হওয়ার আরজি, প্রোফাইল পিকচার বদলালেন মোদি]

সব ঠিক থাকলে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এটাই লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর শেষ ভাষণ। সেক্ষেত্রে ২০২৪ লোকসভা নির্বাচনকে মাথায় রেখে নতুন কোনও স্লোগানও তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী। যা আগামী দিনে বিজেপি কর্মীদের প্রচারের হাতিয়ার হতে পারে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement