সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের দামামা বেজে গিয়েছে উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। নতুন বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন। তার ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) প্রশংসায় ভরিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath)। শনিবার শাহজাহানপুরের এক জনসভায় মোদিকে বলতে শোনা গেল, ”ইউপি প্লাস যোগী, খুবই উপযোগী।”
এই মুহূর্তে উত্তরপ্রদেশে জোরকদমে চলছে ভোট প্রচার। এই পরিস্থিতিতে শনিবার শাহজাহানপুরে ৫৯৪ কিলোমিটার দীর্ঘ গঙ্গা এক্সপ্রেসওয়ের শিল্যান্যাস করেন মোদি। ছয় লেনের এই রাস্তা তৈরি করতে খরচ পড়বে ৩৬ হাজার ২৩০ কোটি টাকা। এটাই হতে চলেছে উত্তরপ্রদেশের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে।
PM Narendra Modi lays the foundation stone of Ganga Expressway in Shahjahanpur. pic.twitter.com/z6H1e3TfUt
— ANI UP (@ANINewsUP) December 18, 2021
এই প্রকল্পের শিলান্যাস করার সময়ই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্পর্কে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। যোগীর প্রশংসায় পঞ্চমুখ হওয়ার পাশাপাশি বিরোধীদেরও একহাত নেন মোদি। তিনি দাবি করেন, এর আগের সরকারের আমলে সরকারি প্রকল্পের সুবিধা পেতেন কিছু মুষ্টিমেয় মানুষ। কিন্তু এখনও ছবিটা বদলে গিয়েছে। এখন সরকারি সুযোগসুবিধা সকলেই পান। মনে করিয়ে দেন, ”যোগী সরকারের ফোকাসই হল ‘সব কা সাথ, সব কা বিকাশ, সব কা প্রয়াস’। কিন্তু এদেশের কিছু রাজনৈতিক দল এসব চায় না। তারা কেবল ভোট ব্যাংক বোঝে।”
এদিনের বক্তৃতায় নির্বাচনের যোগী প্রশাসনের পক্ষে জোরদার সওয়াল করে মোদি মনে করিয়ে দেন, কিষান ক্রেডিট কার্ড কীভাবে রাজ্যের কৃষিজীবীদের উপকারে এসেছে। পাশাপাশি, গত পাঁচ বছরে রাজ্যে অসংখ্য মেডিক্যাল কলেজও স্থাপিত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। সেই সঙ্গে উত্তরপ্রদেশের আগের সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল বলে জানিয়ে মোদি মনে করিয়ে দেন এই মুহূর্তে অনেকটাই শুধরেছে পরিস্থিতি।
উল্লেখ্য, ভোট প্রচারে আইন-শৃঙ্খলার অবনতি থেকে করোনায় বিপর্যয়, যোগী সরকারকে লাগাতার কোণঠাসা করার চেষ্টা করেছে বিরোধীরা। অন্যদিকে বিজেপি শিবির যোগীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে। সেই একই সুর লক্ষ করা গেল প্রধানমন্ত্রীর কথাতেও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.