Advertisement
Advertisement
PM Modi

দেবভূমে দেবতার শরণে ‘নমো’, পুজো দিলেন পিথোরাগড়ের পার্বতী কুণ্ডে, দেখুন ছবি

কুমায়ুন সফরে একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন মোদির।

PM Modi Performs Puja at Pithoragarh's Parvati Kund | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:October 12, 2023 12:25 pm
  • Updated:October 12, 2023 12:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার উত্তরাখণ্ড (Uttarakhand) সফরে পিথোরাগড়ের পার্বতী কুণ্ডে (Parvati Kund) পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। একদিনের কুমায়ুন সফরে একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। বেশ কয়েকটি জনসভাতে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এছাড়াও স্থানীয় গুঞ্জি গ্রামে আমজনতার সঙ্গে মিলিত হবেন মোদি।

Advertisement

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলে পিথোরাগড়ের পার্বতী কুণ্ডের বেশ কিছু ছবি পোস্ট করা হয়েছে। সেখানে অভিনব পোশাকে দেখা গিয়েছে ‘নমো’কে। একটি ছবিতে দেখা গিয়েছে, তুষারপর্বত ঘেরা স্বর্গীয় প্রকৃতির মাঝে পার্বতী কুণ্ড হ্রদের ধারে প্রণামের মুদ্রায় মোদি। অন্য একটি ছবিতে ধ্যানমুদ্রায় দেখা গিয়েছে তাঁকে।

সোশাল মিডিয়ার পোস্ট আরও একটি ছবিতে গর্ভগৃহে দেবতার আরতি করতে দেখা গিয়েছে তাঁকে। মন্দির প্রদক্ষিণ করতেও দেখা গিয়েছে। সংবাদ সংস্থা এএনআই পার্বতী কুণ্ডে মোদির পুজোপাঠের একটি ভিডিও পোস্ট করেছে। 

উত্তরাখণ্ড সফরে ৪, ২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই কর্মসূচির কথা সামাজিক মাধ্যমে আগেই জানিয়েছিলেন তিনি। মোদি লিখেছিলেন, “আমাদের সরকার দেবভূমি উত্তরাখণ্ডের মানুষের কল্যাণ এবং রাজ্যের দ্রুত উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।” আরও জানান, এই সফরে যাবেন পার্বতী কুণ্ডে, পিথোরাগড়ের গুঞ্জি গ্রামে এবং আলমোড়া জেলার জগেশ্বর ধামে।

[আরও পড়ুন: দেশের যুবকদের উন্নয়নে উদ্যোগ, ‘মেরা যুবা ভারত’ গঠনে অনুমোদন মন্ত্রিসভার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement