Advertisement
Advertisement

টুইটারে অমিতাভকে টপকে গেলেন মোদি

মাত্র হাজার দশেকের তফাতে সোশ্যাল এই মিডিয়ামে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী৷

PM Modi overtakes Amitabh Bachchan on Twitter
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 26, 2016 1:52 pm
  • Updated:August 26, 2016 1:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র হাজার দশেকের তফাত৷ তাতেই টুইটারের অনুগামীদের দৌড়ে বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনকে টপকে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সোশ্যাল এই মিডিয়ামের সংখ্যাতত্ব অনুযায়ী আগস্ট মাসের ২৫ তারিখ মোদির অনুগামীর সংখ্যা ২ কোটি ২০ লক্ষ ১০ হাজার৷ আর বিগ বি’র অনুগামীর পরিমান ২ কোটি ২০ লক্ষ৷

২০০৯ সালে টুইটার অ্যাকাউন্ট খুলেছিলেন প্রধানমন্ত্রী৷ তারপর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাঁর অনুগামীর সংখ্যা৷ চলতি বছরের জানুয়ারি মাসেই বলি-বাদশা শাহরুখ খানকে টপকে টুইটারে জনপ্রিয়তার নিরিখে দ্বিতীয় স্থানে পৌঁছে যান মোদি৷ আর সাম্প্রতিকতম হিসেবে সবার আগে নমো৷ আর ২ কোটি ৯ হাজার অনুগামীর সৌজন্যে কিং খান এখন তৃতীয় স্থানে৷

Advertisement

টুইটার সূত্রের খবর, প্রতি দুই মাসে প্রায় ১০ লক্ষ করে অনুগামী বাড়ে প্রধানমন্ত্রীর৷ এর কারণ সোশ্যাল মিডিয়ায় তাঁর মন কি বাত, স্বচ্ছ ভারত, মেক ইন ইন্ডিয়ার মতো নিয়মিত আপডেট৷ এই সক্রিয়তার ফলেই প্রতি দুই মাসে প্রায় ১০ লক্ষ অনুগামী বাড়ে তাঁর৷ সংখ্যাতত্বের এই বিচারে সারা বিশ্বে টুইটারে দ্বিতীয় জনপ্রিয় রাজনীতিবিদ ভারতের প্রধানমন্ত্রী৷ আগে শুধু মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement