সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষুরধার হয়েছে আক্রমণ। চোখা ভাষা। তার সঙ্গে মিশেল হিউমার আর সারকাজমের। রাহুল গান্ধী যেন হাজির বিরোধিতার নয়া প্যাকেজ নিয়ে। সামনেই নোট বাতিলের বর্ষপূর্তি। যা কালো টাকা বিরোধী দিবস হিসেবে পালনের ডাক দিয়েছে বিজেপি। আর তা নিয়েই নতুন উদ্যমে শাসকদলকে একহাত নিলেন রাহুল।
[ দোরগোড়ায় নোটবন্দির বর্ষপূর্তি, বাতিল নোট নিয়ে এখনও নাজেহাল RBI ]
সোমবার রাহুল জানান, কেন্দ্র সরকার দুটি টর্পেডো ছেড়েছে। একটি নোট বাতিল। অন্যটি জিএসটি। তার জেরে বিপর্যস্ত সাধারণ মানুষ। এদিকে নোট বাতিলের বর্ষপূর্তি উদযাপনের ডাক দিয়েছে বিজেপি। কটাক্ষ করে রাহুল বলেন, ‘সাধারণ মানুষের যন্ত্রণা মোদি বুঝতে পারেননি বলেই এই উদযাপন। নইলে ৮ নভেম্বর ভারতবাসীর কাছে এক দুঃখের দিন।’ তাঁর মতে, জিএসটি খারাপ নয়। কিন্তু মোদি সরকার তা ঠিকভাবে রূপায়িত করতে পারেনি। তাই সাধারণ মানুষের এত হেনস্তা। নোট বাতিল ভারতীয় অর্থনীতির কাছে টর্পেডো হামলার মতোই, মত রাহুলের। তারপর যদিওবা নিজের মতো করে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছিল, এল জিএসটি। তার জেরেই ভারতীয় অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে।
8 Nov is a sad day for India. PM Modi has not been able to understand the feeling of the nation. #Demonetisation was a disaster:Rahul Gandhi pic.twitter.com/dwEsSMBYdg
— ANI (@ANI) October 30, 2017
গতবছর এই ৮ নভেম্বরই নোট বাতিলের ঘোষণা হয়েছিল। আর কদিন পরেই সেই সিদ্ধান্তের বর্ষপূর্তি। দিনটিকে ভারতের কালাদিবস পালনের ডাক দিয়েছে বিরোধীরা। পালটা হিসেবে বিজেপি দাবি, এই দিনটিকে ‘অ্যান্টি ব্ল্যাক মানি ডে’ বা কালো টাকা বিরোধী দিবস হিসেবে পালন করা হবে। তা নিয়েই চলছে রাজনৈতিক চাপানউতোর। এদিকে বাতিল নোটের হিসেব দিতে এখনও অস্বস্তিতে আরবিআই। চলতি আর্থিক বর্ষে আর্থিক বৃদ্ধির হারও কমেছে। এই পরিস্থিতিতে শাসকদলকে চেপে ধরতে কোনও কসুর করছে না বিরোধীরা। রাহুলের চোখা আক্রমণেই তা আরও একবার প্রমাণিত হল।
[ তাঁর হয়ে কে এত টুইট করে? উত্তর দিলেন রাহুল নিজেই ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.