সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মীয় মেরুকরণ এই মুহূর্তে দেশে সর্বগ্রাসী হয়ে উঠছে৷ এমন অভিযোগ প্রায়শই শোনা যায়৷ কিন্তু রাজধর্মে কোনও ধর্মের রং লাগে না৷ সে কথাই যেন আবার প্রমাণ করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আজমের শরিফে খাজা মইনুদ্দিন চিস্তির দরগায় চাদর চড়াতে উদ্যোগী হলেন তিনি৷
[ সাবধান! আধার না থাকলে এবার বিকল হয়ে যাবে আপনার ফোনও ]
তিনি নিজে অবশ্য এই প্রথা পালন করতে যাচ্ছেন না৷ তবে উদ্যোগী হয়েছেন৷ যে চাদর চড়ানো হবে তা তিনি এদিন তুলে দেন দুই কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি এবং জিতেন্দ্র সিংয়ের হাতে৷ এই চাদরই আজ তুলে দেওয়া হবে খাজা মইনুদ্দিন চিস্তির দরগায়৷ চিস্তির ৮১৫তম জন্ম শতবর্ষের উৎসবে আজ এই চাদর চড়ানো হবে৷ এই উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷
PM Modi hands over ‘chaadar’ to be offered at Dargah Khwaja Moinuddin Chishti Ajmer Sharif to Union Ministers MA Naqvi & Jitendra Singh pic.twitter.com/NOXbSbecgZ
— ANI (@ANI_news) March 24, 2017
এর আগে এক মুসলিম ছাত্রীর পাশে এসে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী৷ এমবিএ ওই ছাত্রী লোন চেয়ে এক ব্যাঙ্কের দরজা থেকে ফিরে এসেছিলেন৷ প্রধানমন্ত্রীকে তিনি চিঠি দিয়ে জানান সে কথা৷ তারপরই দশদিনের মধ্যে অন্য একটি ব্যাঙ্ক থেকে তাঁর লোনের ব্যবস্থা করে দেওয়া হয়৷
[ কাউন্টডাউন শুরু, কালো টাকার হিসাব দিতেই হবে কেন্দ্রের কাছে! ]
ধর্ম নিয়ে রাজনীতির বিভিন্ন অভিযোগ ওঠে নানা সময়ে৷ তবে সুশাসন যে ধর্মের বিভাজনকে প্রশ্রয় দেয় না, তাইই বারবার প্রমাণ করছেন প্রধানমন্ত্রী৷
[ জাতপাত নয়, আর্থ-সামাজিক মানদণ্ডেই হবে সংরক্ষণ ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.